Hyundai Creta: শেষ আট বছরে এত বিক্রি হয়নি, জানুয়ারি মাসে রেকর্ড গড়ল হুন্ডাই ক্রেটা

Hyundai Creta ভারতে পা রাখার পর ২০২৩-এর জানুয়ারিতে সর্বাধিক বিক্রির রেকর্ড স্পর্শ করল। সংস্থা সূত্রে খবর, গত মাসে ১৫,০৩৭ ইউনিট Creta-র বিক্রি ভারতের বাজারে এই প্রথম। গাড়িটির সেকেন্ড জেনারেশন মডেল ২০২০-তে দেশের বাজারে লঞ্চ হয়েছিল। আগের মডেলের চাইতে এর সাফল্যের হার অনেক বেশি।

সূত্র মারফত জানা গেছে, ২০২০-এর মার্চ থেকে ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত হুন্ডাই ক্রেতার দ্বিতীয় প্রজন্মের মডেলের বিক্রিবাট্টা হয়েছে ৩,৭১,২৬৭ ইউনিট। এদিকে ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত প্রথম প্রজন্মের ক্রেটা বিক্রি হয়েছিল ৪,৬৭,০৩০টি। ২০১৫-এর জুন থেকে গাড়িটি এখনও পর্যন্ত মোট ৮.৩ লক্ষ গ্রাহকের মুখ দেখেছে।

এদিকে নতুন সেফটি ফিচার সহ Hyundai Creta-এর নতুন (২০২৩) বেস মডেলটির দাম ১০.৮৪ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। টপ-এন্ড মডেলটির মূল্য রাখা হয়েছে ১৯.১৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের চাইতে পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা বেশি পড়বে। ফিচারের তালিকায় রয়েছে ছ’টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, রিয়ার ডিস্ক ব্রেক এবং অ্যাডজাস্টেবল সিটবেল্ট হাইট।

নতুন ক্রেটা ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল মিল বিকল্পে বেছে নেওয়া যাবে। পেট্রোল মডেলটি থেকে ১১৫ পিএস শক্তি এবং ১৪৪ এনএম টর্ক উৎপন্ন হবে। যেখানে ডিজেল ভার্সনের আউটপুট ১১৬ পিএস এবং ২৫০ এনএম টর্ক।এটি আবার ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, আইভিটি এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন সহ উপলব্ধ। নতুন মডেলটি অত্যাধুনিক নির্গমন বিধি আরডিই বিধি মেনে এসেছে। যা এ বছর এপ্রিল থেকে কার্যকর হবে। এতে এখন ছয়টি এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হিসাবে রয়েছে।