Moto Edge X30: বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসরের ফোন লঞ্চ হল, রয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা

Moto Edge X30 বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসরের ফোন হিসেবে আজ লঞ্চ হল। ফোনটি দুটি ভার্সনে এসেছে। এর প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাবে আন্ডার…

Moto Edge X30 বিশ্বের প্রথম Snapdragon 8 Gen 1 প্রসেসরের ফোন হিসেবে আজ লঞ্চ হল। ফোনটি দুটি ভার্সনে এসেছে। এর প্রিমিয়াম ভার্সনে পাওয়া যাবে আন্ডার ডিসপ্লে ক্যামেরা (Under Display Camera)। এছাড়া Moto Edge X30 ফোনে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। শুধু তাই নয়, Moto Edge X30 লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কাস্টম স্কিনে রান করবে।

মোটো এজ এক্স৩০ দাম (Moto Edge X30 Price)

মোটো এজ এক্স৩০ ফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা)। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪০,৩০০ টাকা) ও ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,৬০০ টাকা)।

এছাড়া মোটো এজ এক্স৩০ আন্ডার ডিসপ্লে ক্যামেরা ভার্সনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৪০০ টাকা)। আজ থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হবে এবং ১৫ ডিসেম্বর থেকে সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। ফোনটি ব্ল্যাক ও পার্ল হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে।

উল্লেখ্য, Moto Edge X30 গ্লোবাল মার্কেটে Moto Edge 30 Ultra নামে লঞ্চ হতে পারে। যদিও লঞ্চের সময় এখনও জানা যায়নি।

মোটো এজ এক্স৩০ স্পেসিফিকেশন (Moto Edge X30 Specifications)

মোটো এজ এক্স৩০ ফোনের পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) OLED ডিসপ্লে। এই ডিসপ্লে ৭০০ নিটস পিক ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫৭৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে এইচডিআর১০প্লাস সার্টিফায়েড। এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাড্রনো ৭৩০ জিপিইউ সহ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ মোবাইল প্রসেসর, যা ৪এনএম প্রসেসে নির্মিত। মোটো এজ এক্স৩০ ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1) সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউআই ৩.০ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Moto Edge X30 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto Edge X30 ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি, ফোনটি ১৩ মিনিটের মধ্যে ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। সিকিউরিটির জন্য এতে উপলব্ধ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

কানেক্টিভিটি অপশনের মধ্যে এই ফোনে সামিল আছে ডুয়েল সিম, 5G, 4G, ব্লুটুথ ৫.২, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ৩.৫মিমি হেডফোন জ্যাক নেই। ফোনটির ওজন ১৯৪ গ্রাম‌।