বাজেটের মধ্যে নজরকাড়া ফিচার দেবে Moto G Play (2022), থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা

লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) শীঘ্রই তাদের একটি নতুন এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট লঞ্চ করার পরিকল্পনা করছে, যা Moto G Play (2022) নামে বাজারে আত্মপ্রকাশ করবে। তবে লঞ্চের আগেই এখন এক নির্ভরযোগ্য টিপস্টার আসন্ন মোটো ডিভাইসটির সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। জানা যাচ্ছে, এটি পাঞ্চ-হোল এইচডি+ ডিসপ্লে, MediaTek Helio G37 চিপসেট, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। চলুন Moto G Play (2022) সম্পর্কে আর কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Moto G Play (2022)-এর মূল বিবরণ

জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস জানিয়েছেন যে, নতুন মোটো জি প্লে (২০২২) ৬.৫ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসবে, যা ৭২০x১,৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করবে। স্ক্রিনটির নীচের বেজেলটি বাকি তিনধারের বেজেলের থেকে অপেক্ষাকৃত চওড়া হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, লিকটি প্রকাশ করেছে যে মোটো জি প্লে (২০২২)-এর ব্যাক প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে, যার মধ্যে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সম্ভবত একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

আবার, আসন্ন Moto G Play (2022) ফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৭ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হতে পারে। এই এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটে সম্ভবত ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, G Play (2022)-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি মোটোরোলা (Motorola) তাদের লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোন – Razr 2022 বিশ্ব বাজারে লঞ্চ করেছে। এই হাই-এন্ড স্মার্টফোনটি ম্যাট ফিনিশ এবং স্টেইনলেস স্টিলের হিঞ্জ বা কব্জা সহ ৭০০০ সিরিজের অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে, তারা Moto Razr 2022-এর কব্জাটিকে নতুন করে ডিজাইন করেছে, যার সাহায্য স্মার্টফোনটিকে বিভিন্ন কোণে নিজের মতো করে দাঁড় করানো যায়।