Moto G Power (2022): 48 MP ট্রিপল ক্যামেরা ও 5000mah ব্যাটারির সঙ্গে এল মোটোরোলার নয়া স্মার্টফোন

গত জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Moto G Power (2021)। মোটোরোলা (Motorola) এবার স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন সামনে আনল। সংস্থাটি তাদের ব্লগ থেকে Moto G সিরিজের পরবর্তী প্রজন্মের ফোন, Moto G Power (2022) -এর ঘোষণা করেছে৷ ফোনটির দাম শুরু হয়েছে প্রায় ১৫,০০০ টাকা থেকে। যদিও এখনই ডিভাইসটি ক্রয়ের জন্য উপলব্ধ হবে না বলে জানিয়েছে তারা। অফিসিয়ালি লঞ্চ হবে জানুয়ারি মাসে। Moto G Power (2022)-এর স্পেসিফিকেশন, ফিচার, ও দামের বিষয়ে খুঁটিনাটি তথ্যগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

মোটো জি পাওয়ার ২০২২ স্পেসিফিকেশনস ও ফিচার্স (Moto G Power 2022 Specifications, features)

মোটো জি পাওয়ার (২০২২)-এ ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। যা ৭২০x১৬০০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল এবং কাটআউটের ভিতরে আছে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা (এফ/২.০)।

মোটো জি পাওয়ার (২০২২) ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজে অপশনে এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফোনের ব্যাটারি  ৫,০০০ এমএএইচ, এটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Moto G Power (2022) ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – ৫০  মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ডিভাইসটি আগামী বছর অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সঙ্গে শিপিং করা হবে।

মোটো জি পাওয়ার (২০২২) দাম ও লভ্যতা (Moto G Power 2022 Price, Availability)

মোটো জি পাওয়ার (২০২২)-এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৯৯ ডলার (প্রায় ১৪,৭৫৭ টাকা) ও ২৪৯ ডলার (১৮,২৪৩ টাকা)। ডিভাইসটি ডার্ক গ্লোভ কালারে পাওয়া যাবে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

58 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago