Categories: Mobiles

Moto G Power 5G উচ্চমানের 120Hz ডিসপ্লে ও শক্তিশালী Dimensity 930 প্রসেসর সহ লঞ্চ হল

মোটোরোলা (Motorola) তাদের G-সিরিজের অধীনে
একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, যার নাম Moto G Power 5G। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ করা হয়েছে এটি। গত বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়ায় Moto G Power 2022-এর উত্তরসূরি হিসেবে এসেছে ফোনটি৷ পুরনো ভার্সনের তুলনায় একাধিক ক্ষেত্রে বড় আপগ্রেড অফার করবে Moto G Power 5G৷ এতে ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, MediaTek Dimensity 930 চিপ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। চলুন ফোনটির দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto G Power 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার এবং মূল্য

মোটো জি পাওয়ার ৫জি-এ পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। পিছনে একটি ছোট আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল বর্তমান।

মোটো জি পাওয়ার ৫জি ৬ ন্যানোমিটার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ প্রসেসর দ্বারা চালিত। সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত। অতিরিক্ত স্টোরেজের জন্য, মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। মোটো জি পাওয়ার ৫জি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Moto G Power 5G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স + একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G Power 5G-তে স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়া, মোটোরোলার এই নতুন স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রভৃতি পাওয়া যাবে।

Moto G Power 5G-এর মূল্য এবং লভ্যতা

আমেরিকায় Moto G Power 5G-এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯৯.৯৯ ডলার (প্রায় ২৪,৫৫০ টাকা)। তবে এর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি দাম এই মুহূর্তে অজানা। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায় না।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

12 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

56 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago