Moto G Stylus 5G 2023: স্টাইলাস পেন যুক্ত নতুন মোটো ফোনের প্রসেসরের নাম জানা গেল

মোটোরোলা (Motorola) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ১০ ​​মার্চ ভারতে Moto G73 5G লঞ্চ করবে। এছাড়াও, লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি Moto G Stylus 5G 2023 নামে আরেকটি নতুন স্মার্টফোনটি বাজারে আনারও পরিকল্পনা করছে। যা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) এর অনুমোদন লাভ করেছে। আর এখন, Moto G Stylus (2023)-এর 4G ভ্যারিয়েন্টটি কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যা দেখে অনুমান করা হচ্ছে যে, এতে MediaTek Helio G88 প্রসেসর থাকবে। আসুন তাহলে Moto G Stylus (2023) এর বেঞ্চমার্ক স্কোর এবং মূল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Moto G Stylus (2023)- কে দেখা গেল Geekbench সাইটে

মোটো জি স্টাইলাস (২০২৩) নামে একটি নতুন হ্যান্ডসেট গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই বেঞ্চমার্ক তালিকাটি ইঙ্গিত করেছে যে, আসন্ন মোটো জি-সিরিজের ফোনটিতে MediaTek MT6769V/CZ প্রসেসর ব্যবহার করা হবে। এই অক্টা-কোর চিপের দুটি কোরের ক্লক স্পিড ২.০ গিগাহার্টজ (সম্ভবত আরও ভালো পারফরম্যান্সের জন্য) এবং বাকি ছয়টি কোর ১.৮০ গিগাহার্টজে রান করবে।

সমস্ত তথ্যগুলি নির্দেশ করে যে, এটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। পারফরম্যান্সের ক্ষেত্রে, গিকবেঞ্চ ৫ (Geekbench 5)-এর বেঞ্চমার্ক পরীক্ষায় মোটো জি স্টাইলাস (২০২৩) ৩৪৮ পয়েন্টের সিঙ্গেল-কোর স্কোর এবং ১,৩২৯ পয়েন্টের মাল্টি-কোর স্কোর অর্জন করেছে।

এর পাশাপাশি, গিকবেঞ্চের লিস্টিং প্রকাশ করেছে, আসন্ন Moto G-সিরিজের ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাদও, ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, Moto G Stylus (2023) ৪ জিবি র‍্যাম সহ আসবে। যদিও মোটোরোলা এই ফোনটিকে অন্যান্য মেমরি কনফিগারেশনও লঞ্চ করতে পারে।

Moto G Stylus (2023)-এর গিকবেঞ্চ তালিকাটি ফোনটির সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। তবে, যেহেতু এটি গিকবেঞ্চের ডেটাবেসে স্থান করে নিয়েছে, তাই অনুমান করা হচ্ছে এটি অফিশিয়াল ভাবে খুব শীঘ্রই বাজারে মুক্তি পেতে পারে।