বাজার কাঁপাতে আসছে Moto G Stylus, এই প্রথম ছবি প্রকাশ্যে, কেমন ফিচার থাকবে

মোটোরোলা (Motorola) সম্প্রতি তাদের G-সিরিজের একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সেগুলির মধ্যে রয়েছে Moto G13, G23, G53, এবং G73 5G। আবার কোম্পানি শীঘ্রই এই সিরিজে আরেকটি মোবাইল যোগ করতে পারে, তবে এটি কোনও সাধারণ ফোন হবে না। সেটি Moto G Stylus 2023 নামে বাজারে আসতে পারে। আর এই নামটিই বলে দিচ্ছে যে স্টাইলাস পেন দ্বারা সজ্জিত হবে ফোনটি। Moto G Stylus 2023-এর রেন্ডারও প্রকাশ্যে এসেছে, যা থেকে এর ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া গিয়েছে। আসুন তাহলে এই আপকামিং মোটো ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Moto G Stylus 2023-এর ডিজাইন রেন্ডার

স্যামসাংয়ের পরে মোটোরোলা হল একমাত্র প্রধান স্মার্টফোন ব্র্যান্ড, যারা এখনও স্টাইলাস দিয়ে স্মার্টফোন তৈরি করে। গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া মোটো জি স্টাইলাস মডেলটি, সেই সমস্ত ব্যবহারকারীদের কাছ থেকে বেশ কিছুটা জনপ্রিয়তা লাভ করেছে, যারা তাদের ফোনে স্টাইলাস পেন দিয়ে আঁকিবুকি করতে পছন্দ করেন। আর শীঘ্রই এই ফোনটির আপগ্রেডেড ভার্সন হিসেবে মোটো জি স্টাইলাস ২০২৩ বাজারে আসতে চলেছে৷

প্রসঙ্গত, সুপরিচিত টিপস্টার অনলিক্স (OnLeaks) মোটো জি স্টাইলাস ২০২৩-এর রেন্ডারগুলি শেয়ার করেছেন। রেন্ডার অনুযায়ী, এই ডিভাইসটির ব্যাক প্যানেলটি কার্ভড হবে এবং এতে বর্গাকার ক্যামেরা মডিউল অবস্থান করবে। এছাড়াও, ডিভাইসটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত থাকবে। মডিউলের টেক্সটি নির্দেশ করে যে, ডিভাইসের প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের হবে। আর মোটো জি স্টাইলাস ২০২৩-এর সামনে মোটামুটি সরু বেজেল সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে।

বলাই বাহুল্য, Moto G Stylus 2023-এর প্রধান হাইলাইট হবে এর স্টাইলাস। হ্যান্ডসেটটির নীচে স্পিকার গ্রিল এবং ইউএসবি-সি টাইপ সি পোর্টটি পাশাপাশি অবস্থান করবে। এছাড়াও, নীচের অংশে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও থাকবে। আজকাল অবশ্য অডিও জ্যাক যুক্ত স্মার্টফোন খুব একটা দেখা যায় না। Moto G Stylus 2023-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি অবশ্য এখনও অজানাই রয়েছে। এটি আগামী এপ্রিল মাসে মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে লঞ্চ হতে পারে বলে অনুমান।