Categories: Mobiles

Moto G Stylus 5G (2024): বড় ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ এল নতুন মোটো ফোন

আজ আত্মপ্রকাশ করলো Moto G Stylus 5G (2024) স্মার্টফোন। Motorola সংস্থা তাদের এই লেটেস্ট G-সিরিজের হ্যান্ডসেটটি মিড-রেঞ্জের অধীনে লঞ্চ করেছে, যা বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে উপলব্ধ। এই ফোন ভেগান লেদার ফিনিশিং সহ এর্গোনমিক ডিজাইনের সাথে এসেছে। আবার এই ডিভাইসে রয়েছে একটি ইন-বিল্ট স্টাইলাস, যা সরাসরি স্ক্রিনে লিখে নোট নেওয়া, ফটো এডিটিং ইত্যাদির মতো কাজে ব্যবহার করা যাবে। এছাড়া ফিচার হিসাবে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের pOLED ডিসপ্লে, কোয়ালকমের প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ইত্যাদি পাওয়া যাবে। চলুন Moto G Stylus 5G (2024) স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Moto G Stylus 5G (2024) স্মার্টফোনের স্পেসিফিকেশন

নাম অনুসারে, নবাগতটি একটি ইন-বিল্ট স্টাইলাস সাপোর্ট করে। যা ডিভাইসের নীচে একটি সাইলোতে অবস্থিত। মোটোরোলা মোটো জি স্টাইলাস ৫জি (২০২৪) স্মার্টফোনে রয়েছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০০ নিট পিক ব্রাইটনেস এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে সংযুক্ত। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Moto G Stylus 5G (2024) ফোনে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ১২০° ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো শটও সমর্থ। আর ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার রয়েছে। জানিয়ে রাখি, মুখ্য রিয়ার ক্যামেরাটি ৬০ FPS রেটে (স্লো মোশন : ১২০ FPS) ফুল এইচডি রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে সক্ষম। আবার ফ্রন্ট শুটারটি ডুয়াল ক্যাপচার মোড সাপোর্ট করে, যা বিশেষভাবে ভ্লগিংয়ের জন্য নিয়ে আসা হয়েছে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে – ব্লুটুথ ৫.১, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট (ইউএসবি ২.০) এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক৷ নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভালো সাউন্ড অফারের ক্ষেত্রে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম পাওয়া যাবে এই ফোনে। Moto G Stylus 5G (2024) -এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে৷

Moto G Stylus 5G (2024) স্মার্টফোনের দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে Moto G Stylus 5G (2024) ফোনের দাম ৩৯৯.৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৩৩,৩০০ টাকা) রাখা হয়েছে। এটি দুটি কালার বিকল্পে এসেছে, যথা – ক্যারামেল ল্যাট এবং স্কারলেট ওয়েভ।

ডিভাইসটি আগামী ৩০শে মে থেকে ‘বেস্ট বাই’ এবং অ্যামাজন (Amazon.com) -এর মতো বড় রিটেলার সাইটের মাধ্যমে উপলব্ধ হবে৷ এছাড়াও বিভিন্ন মার্কিন ক্যারিয়ার যেমন – AT&T এবং T-Mobile থেকেও কেনা যাবে৷

Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

22 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

28 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

37 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

48 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago