সবচেয়ে সস্তায় ভালো মোবাইল ফোন খোঁজ করছেন? Moto G04s নাকি Redmi A3 ভালো হবে দেখে নিন

গত ৩০শে মে ভারতে এন্ট্রি নিয়েছিল Moto G04s মোবাইল ফোন। এই নয়া Motorola হ্যান্ডসেটের দাম এদেশে কেবল ৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এটি ওয়াটার রিপিলেন্ট ডিজাইন এবং কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার সাথে এসেছে। এছাড়া ফিচার হিসাবে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৬৪ জিবি স্টোরেজ, ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি সাশ্রয়ী মূল্যের হওয়া সত্ত্বেও Moto G04s ফোনে ৪ জিবি পর্যন্ত র‌্যাম বুস্ট ফিচার সাপোর্ট করে। Motorola ব্র্যান্ডের এই হ্যান্ডসেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে গত ১৪ই ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা Redmi A3 স্মার্টফোন। চলুন Moto G04s এবং Redmi A3 ফোনের মধ্যে কোনটি সেরা তা জেনে নেওয়া যাক।

Moto G04s vs Redmi A3 : দাম

মোটো জি০৪এস স্মার্টফোন এদেশে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এটি – সানরাইজ অরেঞ্জ, সি গ্রিন, সাটিন ব্লু এবং কনকর্ড ব্ল্যাক কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

ভারতের বাজারে Redmi A3 স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ৭,২৯৯ টাকা। আবার উচ্চতর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৮,২৯৯ টাকা ও ৯,২৯৯ টাকা থাকছে। এটি – অলিভ গ্রিন, লেক ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালার বিকল্পে উপলব্ধ।

Moto G04s vs Redmi A3 : ডিসপ্লে, সেন্সর

ওয়াটার রিপিলেন্ট ডিজাইনের সাথে আসা মোটো জি০৪এস স্মার্টফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২×৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন – ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে।

রেডমি এ৩ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে প্যানেল আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ টাচ সাম্পেলিং রেট, ও ৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে৷ নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Moto G04s vs Redmi A3 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

মোটো জি০৪এস স্মার্টফোন ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ সহ এসেছে। এতে ৪ জিবি LPDDR4X র‌্যাম এবং ৬৪ জিবি UFS 2.2 স্টোরেজ উপলব্ধ। হ্যান্ডসেটে অতিরিক্তভাবে ৪ জিবি পর্যন্ত র‌্যাম বুস্ট ফিচারও সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। আবার অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।

রেডমি এ৩ স্মার্টফোনে ২.২ গিগাহার্টজ ক্লিক রেটের মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। যদিও এই ফোনে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচারও সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে।

Moto G04s vs Redmi A3 : ক্যামেরা সেটআপ

Moto G04s স্মার্টফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের একক ক্যামেরা রয়েছে, যা পোট্রেট মোড এবং অটো নাইট ভিশন মোড সাপোর্ট করে। আবার ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়।

ক্যামেরা বিভাগের কথা বললে Redmi A3 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ সাপোর্ট সহ ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Moto G04s vs Redmi A3 : ব্যাটারি

ডুয়াল সিমের মোটো জি০৪এস স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ এই ব্যাটারি একক চার্জে ২০ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফারে সমর্থ। যদিও রিটেল বক্সে মাত্র ১০ ওয়াটের চার্জার অন্তর্ভুক্ত থাকছে।

রেডমি এ৩ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Moto G04s vs Redmi A3 : পরিমাপ

মোটো জি০৪এস স্মার্টফোন ফোনের পরিমাপ ১৬৩.৪৯×৭৪.৫৩×৭.৯৯ মিমি এবং ওজন ১৭৮.৮ গ্রাম।

রেডমি এ৩ ফোনের পরিমাপ ১৬৮.৩x৭৬.৩x৮.৩ মিমি এবং ওজন ১৯৩/১৯৯ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago