Moto G04s with 50 megapixel camera launched in india price specifications details

মাত্র 6999 টাকায় লঞ্চ হল Moto G04s, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে ডলবি সাউন্ড

আজ অর্থাৎ ৩০শে মে ভারতে আত্মপ্রকাশ করলো Moto G04s স্মার্টফোন। সংস্থার G-সিরিজের অধীনে আসা এই নতুন হ্যান্ডসেটের দাম ৭,০০০ টাকারও কম থাকছে। এটি বিদ্যমান Moto G04 মডেলের উন্নত সংস্করণ হিসাবে লঞ্চ হয়েছে। ফলে বেশ কয়েকটি আপগ্রেডেশন নজরে পড়বে। এক্ষেত্রে Moto G04s ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিন, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, জোরালো স্পিকার সিস্টেম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ওয়াই-ফাই ৫ কানেক্টিভিটির মতো ফিচার অফার করে। আবার এন্ট্রি-লেভেল ফোন হলেও এতে আপনারা ৪ জিবি পর্যন্ত র‌্যাম বুস্ট ফিচারের সাপোর্ট পেয়ে যাবেন। চলুন বিস্তারে Moto G04s ফোনের দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক৷

ভারতে Moto G04s স্মার্টফোনের দাম এবং লভ্যতা

মোটো জি০৪এস স্মার্টফোন এদেশে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে। এর দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। আগ্রহীরা এই হ্যান্ডসেট আগামী ৫ই জুন থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট (Flipkart) -এর মাধ্যমে কিনতে পারবেন। এটি – সানরাইজ অরেঞ্জ, সি গ্রিন, সাটিন ব্লু এবং কনকর্ড ব্ল্যাক কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

Moto G04s স্মার্টফোনের স্পেসিফিকেশন

মোটো জি০৪এস স্মার্টফোন ওয়াটার রিপিলেন্ট ডিজাইনের সাথে লঞ্চ হয়েছে। এতে কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২×৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল আছে। এই টাচস্ক্রিন – ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সংস্থাটি তাদের এই ফোনের সাথে দুই বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হ্যান্ডসেটেটি ৪ জিবি LPDDR4X র‌্যাম এবং ৬৪ জিবি UFS 2.2 স্টোরেজের সাথে এসেছে। আবার অতিরিক্তভাবে ৪ জিবি পর্যন্ত র‌্যাম বুস্ট ফিচারও সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

Moto G04s স্মার্টফোনের পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের একক ক্যামেরা রয়েছে, যা পোট্রেট মোড এবং অটো নাইট ভিশন মোড সাপোর্ট করে। আবার ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার বর্তমান। ভালো সাউন্ড সরবরাহের জন্য ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত সিঙ্গেল স্পিকার মিলবে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে সামিল থাকছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৫ ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস এবং একটি ৩.৫ মিমি অডিও জ্যাক। Moto G04s স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে৷ এই ব্যাটারি একবার চার্জে ২০ ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম অফারে সমর্থ। যদিও রিটেল বক্সে মাত্র ১০ ওয়াটের চার্জার অন্তর্ভুক্ত। পরিশেষে এই ফোনের পরিমাপ ১৬৩.৪৯×৭৪.৫৩×৭.৯৯ মিমি এবং ওজন ১৭৮.৮ গ্রাম।