Motorola G24 Power Battery

লঞ্চের ক’টা দিন পেরোতেই দাম কমল Motorola-র এই 50MP ক্যামেরা ফোনের, আছে 6000mAh ব্যাটারিও

ভারতের বাজারে ক্রেতাদের আকর্ষণ বাড়িয়ে লাভের মুখ দেখতে Motorola বাজেট রেঞ্জে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। এমনকি এই ব্যান্ডের কম দামি ফোনগুলিকে আরও সস্তায় উপস্থাপন করার জন্য দেওয়া হচ্ছে বিশাল ডিসকাউন্টও। সেক্ষেত্রে আপনি যদি এখন ১০ হাজার টাকার কমে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে Motorola G24 Power মডেলটি বেছে নিতে পারেন। কেননা, মাত্র কয়েকদিন আগে লঞ্চ হওয়া এই ফোনটির দাম হঠাৎই হাজার টাকা কমানো হয়েছে। যার ফলে কোনো সেল বা অফার ছাড়াই আপনি এটির দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে বিশাল পতন দেখতে পাবেন। আর ফিচার বলতে Motorola G24 Power-তে পেয়ে যাবেন 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং ইত্যাদি অপশন।

এখন ১০ হাজারেরও কমে মিলছে Motorola G24 Power

মোটোরোলা জি২৪ পাওয়ার ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ১১,৯৯৯ টাকা, তবে এমনিতে এটি ৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছিল। অন্যদিকে এর ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৯,৯৯৯ টাকা (MRP ১২,৯৯৯ টাকা)। তবে হাজার টাকা দাম কমায় এখন ফ্লিপকার্ট (Flipkart) এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির বেস ভ্যারিয়েন্ট মাত্র ৭,৯৯৯ টাকায় কেনার জন্য তালিকাভুক্ত হয়েছে, যেখানে এর বিকল্প স্টোরেজ সংস্করণটি ৮,৯৯৯ টাকায় উপলব্ধ। এক্ষেত্রে ফ্লিপকার্ট থেকে অর্ডার করার সময় নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫% থেকে ১০% পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

এছাড়াও আপনি যদি পুরোনো ফোনের সাথে এই ফোনটি বদলে নেন তাহলে সর্বোচ্চ ৬,৮৫০ টাকার এক্সচেঞ্জ অফার পেতে পারেন (শর্তাবলি প্রযোজ্য)। মানে সব মিলিয়ে ফোনটি অনেক কম টাকাতেই খরিদ করা যাবে।

Motorola G24 Power-এর স্পেসিফিকেশন

মোটোরোলা জি২৪ পাওয়ার স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি এইচডি+ (রেজোলিউশন ১৬১২×৭২০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, যার সাথে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৩০ ওয়াট টার্বো ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৬,০০০ এমএএইচ ব্যাটারি। আবার, ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। উল্লেখ্য, স্মার্টফোনটি ইঙ্ক ব্লু এবং গ্লেসিয়ার ব্লু – এই দুটি রঙে উপলব্ধ।