Moto G32 সস্তায় 5000mAh ব্যাটারি ও Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ হল

Moto G32 প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। G সিরিজের নয়া এই ফোনে আছে...
Julai Modal 9 Aug 2022 12:46 PM IST

Moto G32 প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। G সিরিজের নয়া এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আবার Moto G32 এসেছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে। আসুন ফোনটির দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো জি৩২ দাম ও সেলের তারিখ (Moto G32 Price, Sale Date)

মোটো জি৩২ ফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। এটি মিনারেল ওয়াটার ও সাটিন সিলভার কালারে এসেছে। আগামী ১৬ আগস্ট Flipkart থেকে ফোনটি কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে মোটো জি৩২ ফোনটি ১,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। এরজন্য ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে।

মোটো জি৩২ স্পেসিফিকেশন, ফিচার (Moto G32 Specifications, Features)

মোটো জি৩২ ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চির এলসিডি, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। আবার মোটো জি৩২ ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য Moto G32 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ফোনটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। আবার মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। মোটোরোলা প্রতিশ্রুতি দিয়েছে যে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপগ্রেড পাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G32 ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। নিরপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। আবার এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়েল সিম, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক।

Show Full Article
Next Story