Moto G53 5G এর লুকস নিয়ে জল্পনার অবসান, লাইভ ছবি প্রকাশ্যে, পড়ুন বিস্তারিত

মোটোরোলা (Motorola) আগামী সপ্তাহে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতের বাজারেও তাদের Moto G-সিরিজে অন্তর্ভুক্ত একাধিক স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। লঞ্চ হতে চলা এই ডিভাইসগুলি হল Moto G13, Moto G23, Moto G53 5G, এবং Moto G73 5G। গত কয়েকদিন ধরে, বিভিন্ন সার্টিফিকেশন সাইট এবং রিপোর্টের মাধ্যমে এই হ্যান্ডসেটগুলি সম্পর্কে অনেক তথ্যই সামনে এসেছে। আর এখন, বাজেট রেঞ্জের Moto G53 5G-এর লাইভ ইমেজ প্রকাশ করা হয়েছে, যা থেকে ফোনটির ডিজাইন এবং কয়েকটি মূল বৈশিষ্ট্য সম্পর্কে জানা গেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল Moto G53 5G-এর লাইভ ইমেজ

মাইস্মার্টপ্রাইস এবং টিপস্টার পারস গুগলানি যৌথভাবে মোটোরোলার আসন্ন বাজেট রেঞ্জের স্মার্টফোন, মোটো জি৫৩-এর কিছু লাইভ ইমেজ ফাঁস করেছে। এই ছবিগুলি ফোনের ডিজাইন, রিটেইল বক্সের বিষয়বস্তু এবং ডিভাইসের কিছু স্পেসিফিকেশনের আভাস দিয়েছে। রিটেইল বক্সের ছবিটি প্রকাশ করেছে যে, মোটো জি৫৩ ৫জি-এর সাথে বক্সে একটি চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ-সি চার্জিং কেবল, একটি সিম ইজেক্টর টুল এবং একটি বুকলেট অন্তর্ভুক্ত থাকবে৷ ফোনের ওপরের প্লাস্টিকের কভার থেকে জানা যায় যে, ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৫জি চিপসেট দ্বারা চালিত হবে এবং এর ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷

এছাড়াও, ডিভাইসের বক্স ইমেজ ডিভাইসের মডেল নম্বর নিশ্চিত করেছে। জি৫৩ ৫জি “XT2335-2” মডেল নম্বর বহন করবে। লাইভ ইমেজ অনুযায়ী, ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে। ফোনটিকে ছবিতে ইঙ্ক ব্লু কালার অপশনে দেখা গেছে, তবে এটির আরও কালার ভ্যারিয়েন্ট বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। বক্সটিতে ডিভাইসের জন্য ডুয়েল সিম এবং ই-সিম সাপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে। সবশেষে, মোটো জি৫৩ ৫জি-এর রিয়ার প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে বলেও জানা গেছে, যার মধ্যে কোয়াড-পিক্সেল প্রযুক্তি সহ ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা অবস্থান করবে।

Moto G53 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto G53 5G-এ ১২০ হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট সহ ৬.৫৩ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ ৫জি প্রসেসর দ্বারা চালিত হবে। ক্যামেরার ক্ষেত্রে, Moto G53 5G-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে একটি সেকেন্ডারি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার যুক্ত থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G53 5G শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে৷ এছাড়াও জানা গেছে, গ্লোবাল মার্কেটে G53 5G-এর দাম হবে ২০৯ ইউরো (প্রায় ১৮,৫০০ টাকা)।