Moto G53 5G এবার আপনার দেশে, চীনের থেকে আরও উন্নত ক্যামেরা-ডিসপ্লে-প্রসেসর

মোটোরোলা (Motorola) সম্প্রতি চীনে Qualcomm Snapdragon 480+ প্রসেসর দ্বারা চালিত Moto G53 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এখনও চীনের বাইরে না এলেও, শোনা যাচ্ছে যে Moto G53 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্ট চীনা সংস্করণের থেকে আলাদা হবে। ফোনটির কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়ে সেই জল্পনা আরও তীব্র হয়েছে। সূত্রের দাবি, এতে Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর থাকবে। চীনা মডেলের ডুয়েল ক্যামেরার বদলে গ্লোবাল ভার্সনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইসাথে Moto G53 5G গ্লোবালের ডিজাইন রেন্ডারও সামনে এসেছে। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Moto G53 5G-এর ডিজাইন রেন্ডার এবং স্পেসিফিকেশন

টিপস্টার স্নুপিটেক টুইটারে মোটো জি৫৩ ৫জি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের রেন্ডারগুলি শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে স্মার্টফোনটিতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল নচ এবং একটি পুরু চিন সহ ফুল-স্ক্রিন ডিসপ্লে প্যানেল থাকবে। এই ডিভাইসটির রিয়ার প্যানেলে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ অবস্থান করবে। মোটো জি৫৩ ৫জি-তে একটি ফ্ল্যাট এজ ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে এবং এর ডান প্রান্তে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেখা যাবে।

অন্যদিকে, টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন যে, মোটো জি৫৩ ৫জি-এর গ্লোবাল সংস্করণে ৬.৬ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। তুলনায়, চীনা ভ্যারিয়েন্টটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে অফার করে কিন্তু এটি একটি আইপিএস এলসিডি প্যানেল। জি৫৩ ৫জি-এর চীনা ভ্যারিয়েন্টে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৪৮০প্লাস চিপসেটের পরিবর্তে গ্লোবাল মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ অক্টা-কোর প্রসেসরটি থাকতে পারে।

স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপটি ৬ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত এবং এটি রেডমি নোট ১২ ৫জি এবং আইকো জেড৬ লাইট ৫জি-এর মতো কিছু মিড-রেঞ্জ হ্যান্ডসেটেও ব্যবহার করা হয়েছে৷ মোটো জি৫৩ ৫জি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে বলে জানা গেছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Moto G53 5G-এর গ্লোবাল সংস্করণে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সহায়ক সেন্সর (ডেপ্থ বা ম্যাক্রো সেন্সর) সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে। উল্টোদিকে, ডিভাইসের চাইনিজ ভ্যারিয়েন্টে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, Moto G53 5G-এর সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে। এই হ্যান্ডসেটের চীনা সংস্করণটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অফার করে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto G53 5G-গ্লোবাল ভ্যারিয়েন্টে টার্বোচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। এক কথায়, চীনের থেকে আরও উন্নত ক্যামেরা, ডিসপ্লে, ও প্রসেসর থাকবে গ্লোবাল ভার্সনে।