Moto G62 5G: সস্তায় নতুন স্মার্টফোন আনল Motorola, রয়েছে Snapdragon 695 প্রসেসর

ব্রাজিলের পর আজ ভারতে লঞ্চ হল Moto G62 5G। এদেশে ফোনটি মিড রেঞ্জে এসেছে। নয়া এই 5G ফোনে পাওয়া যাবে ১২টি 5G ব্যান্ড ও স্ন্যাপড্রাগন…

ব্রাজিলের পর আজ ভারতে লঞ্চ হল Moto G62 5G। এদেশে ফোনটি মিড রেঞ্জে এসেছে। নয়া এই 5G ফোনে পাওয়া যাবে ১২টি 5G ব্যান্ড ও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আবার ফোনটি ১২০ হার্টজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ডলবি অ্যাটমস সাপোর্ট সহ স্টেরিও স্পিকারের সাথে এসেছে। আবার Moto G62 5G ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো জি৬২ ৫জি দাম ও সেল ডেট (Moto G62 5G Price, Sale Date)

ভারতে মোটো জি৬২ ৫জি ফোনের দাম রাখা হয়েছে ১৭,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি মিডনাইট গ্রে ও ফ্রস্টেড ব্লু কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।

আগামী ১৯ আগস্ট Flipkart থেকে মোটো জি৬২ ৫জি এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১৫০০ টাকা ছাড় পাবেন।

মোটো জি৬২ ৫জি স্পেসিফিকেশন, ফিচার (Moto G62 5G Specifications, Features)

ডুয়েল সিমের মোটো জি৬২ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। ১২ টি ৫জি ব্যান্ড সাপোর্ট সহ আসা মোটো জি৬২ ৫জি ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস ব্যবহার করা হয়েছে। এটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিন উপস্থিত।

Moto G62 5G ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল কোয়াড পিক্সেল প্রাইমারি সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য Moto G62 5G ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ।

Moto G62 5G ডলবি অ্যাটমস সাপোর্ট সহ এসেছে। এতে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার ফোনটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি আইপি৫২ জলরোধী ডিজাইন সহ এসেছে।