Moto G73 5G: মোটোরোলা ভারতে মারকাটারি ফিচারের ফোন আনছে, লঞ্চের আগেই দাম ফাঁস

গত জানুয়ারি মাসে ইউরোপে Moto G73 লঞ্চ করার পর মোটোরোলা (Motorola) এবার ভারতে স্মার্টফোনটি লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। এটি একটি নতুন মিড-রেঞ্জ মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আগামী ১০ মার্চ ভারতে G73 5G এর দাম অফিশিয়ালি ঘোষণা করা হবে। এটি অন্যান্য মোটোরোলা ফোনের মতোই ফ্লিপকার্টে বিক্রি হবে৷ তার আগে ফোনটির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এক সুপরিচিত টিপস্টার G73 5G-এর প্রাইস রেঞ্জ প্রকাশ করেছেন। তিনি ফোনটির র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনও ফাঁস করেছেন। আসুন তাহলে অফিসিয়াল লঞ্চের আগে Moto G73 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

ফাঁস হল Moto G73 5G ভারতীয় মূল্য এবং স্পেসিফিকেশন

মোটোরোলা মোটো জি৭৩ ৫জি শীঘ্রই ভারতে একটি নতুন জি-সিরিজের স্মার্টফোন হিসাবে লঞ্চ হতে চলেছে। ফোনটি ভারতে আগামী ১০ মার্চ লঞ্চ হওয়ার কথা রয়েছে। আর এখন লঞ্চের আগে, টিপস্টার যোগেশ ব্রার ফোনটির মূল স্পেসিফিকেশনের তালিকাটি প্রকাশ করেছেন। তিনি আরও প্রকাশ করেছেন যে, মোটো জি৭৩ ৫জি ভারতে ২০,০০০ টাকারও কম দামে লঞ্চ করা হবে। আবার সম্প্রতি একটি সূত্র জানিয়েছে, দাম ১৬,৯৯৯ টাকা থেকে ১৭,৯৯৯ টাকার মধ্যে হতে পারে৷ জানিয়ে রাখি, পূর্বসূরি মোটো জি৭২ ভারতে ১৮,৯৯৯ টাকায় একটি ৪জি স্মার্টফোন হিসেবে গত সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল৷

এদিকে, মোটো জি৭৩ ৫জি এই বছরের শুরুতে ইউরোপের মার্কেটে ২৯৯ ইউরো (প্রায় ২৬,০০০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ চিপসেটটি ব্যবহৃত হয়েছে। ফোনটি ইউরোপীয় বাজারে শুধুমাত্র ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ উপলব্ধ। যোগেশ ব্রারের মতে, ভারতে ডিভাইসটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ লঞ্চ হবে।

টিপস্টার আরও দাবি করেছেন যে, মোটো জি৭৩ ৫জি-এর ভারতীয় সংস্কারণটির রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। জি৭৩ ৫জি-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের ডিসপ্লের শীর্ষ-কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ভারতীয় মডেলের ক্ষেত্রেও তাই হবে।

ইতিমধ্যেই, ফ্লিপকার্টের মাইক্রোসাইট Moto G73 5G-কে মিডনাইট ব্লু এবং লুসেন্ট হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছে। এই মোটো ফোনটির ডিসপ্লের নীচের বেজেলটি পুরু হবে, তবে বাকি দিকে মোটামুটি সরু বেজেল দেখা যাবে। ফোনের বাম প্রান্তে থাকবে সিম ট্রে। আর, ডান প্রান্তে পাওয়ার এবং ভলিউম বাটনগুলি দেখা যাবে।

Moto G73 5G ভারতীয় ভার্সন তেরোটি পর্যন্ত ৫জি ব্যান্ডের সাপোর্ট সহ আসবে। এতে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যাবে, যা ফুল-এইচডি+ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও ডিসপ্লেটির রিফ্রেশ হবে ১২০ হার্টজ। মোটোরোলা নিশ্চিত করেছে যে, G73 5G ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ একটি স্টেরিও স্পিকার সেটআপ অফার করবে।

ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইইউএক্স (MyUx) কাস্টম স্কিনে রান করবে। এছাড়া, G73 5G পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে এবং এটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সবশেষে, ফোনটিতে জল প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিং থাকবে বলে জানা গেছে।