Moto G73 5G: প্রথমে আসলে 2000 টাকা ছাড়, লঞ্চের আগেই মোটোরোলার দমদার ফোনের দাম ফাঁস

মোটোরোলা (Motorola) খুব শীঘ্রই ভারতীয় বাজারে Moto G73 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১০ মার্চ এই G-সিরিজের স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। যদিও জানুয়ারি থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চবে পাওয়া যাচ্ছে এটি। ভারতে লঞ্চের আগে এখন Moto G73 5G-এর দাম ফাঁস হয়ে গিয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এদেশে কত দামে ফোনটি কেমা যাবে।

ভারতে Moto G73 5G এর দাম ফাঁস হল

টিপস্টার অভিষেক যাদব ফ্লিপকার্ট (Flipkart)-এ মোটো জি৭৩-এর প্রচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে, এই নতুন মোটোরোলা ফোনটির দাম রাখা হবে ১৮,৯৯৯ টাকা৷ তবে লিমিটেড পিরিয়ড অফার ধরে ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আগামী ১৬ মার্চ থেকে বিক্রি হবে।

Moto G73 5G

Moto G73 5G এর স্পেসিফিকেশন

মোটো জি৭৩ ৫জি ইতিমধ্যেই ইউরোপে এসেছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই৷ স্মার্টফোনটিতে হাই-ডেফিনিশন রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির স্ক্রিন রয়েছে। ডিসপ্লেটির ওপরে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট এবং নীচে পুরু চিন দেখা যায়।

এর পাশাপাশি, ফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে যা ডলবি অ্যাটমস দ্বারা ফাইন-টিউন করা হয়েছে এবং এর পাওয়ার বাটনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। মোটো জি৭৩ ৫জি দেশের প্রথম মোবাইল, যা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ প্রসেসর দ্বারা চালিত। যার সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে এবং একটি পরিষ্কার ইউজার ইন্টারফেস অফার করে। Moto G73 5G-এর ব্যাক প্যানেলে অবস্থিত বর্গাকার ক্যামেরা মডিউলের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।

সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G73 5G-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই মোটো ফোনে ১৩টি ৫জি ব্যান্ড, ব্লুটুথ ৫.২ এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অন্তর্ভুক্ত রয়েছে। Moto G73 5G-এর পুরুত্ব ৮.২৯ মিলিমিটার এবং ওজন ১৮১ গ্রাম। পরিশেষে, এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52) রেটিংয়ের সাথে এসেছে।