এই নম্বর থেকে WhatsApp-এ কল, মেসেজ এলে পাত্তা দেবেননা, হতে পারে বড় লোকসান

আবারও WhatsApp-এর মাধ্যমে সাধারণ মানুষকে লুটে নেওয়ার চেষ্টা করছে জালিয়াতরা। সাবধান থাকতে জেনে নিন বিস্তারিত।

হাজার সতর্কতা এবং খবর প্রকাশ হওয়া সত্ত্বেও ভারতে অনলাইন স্ক্যাম দ্রুত হারে বেড়েই চলেছে। সময়ের সাথে প্রযুক্তির বিকাশ হচ্ছে বা ইন্টারনেটের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ছে বটে, তবে জালিয়াতির শিকার হওয়া মানুষের সংখ্যা কমার নাম নিচ্ছেনা! বরঞ্চ অনলাইন মাধ্যমে প্রতারণার জন্য আবিষ্কৃত হচ্ছে নিত্যনতুন কৌশল। যদিও আজকাল মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর মাধ্যমে জালিয়াতির বিষয়টি খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনি যদি দিনের বেশিরভাগ সময় WhatsApp-এ কাটিয়ে থাকেন, তাহলে নির্দিষ্ট নম্বর থেকে আগত ইনকামিং কল থেকে সাবধান থাকুন। নাহলে খোওয়া যেতে পারে লক্ষ লক্ষ টাকা।

এই নম্বর থেকে WhatsApp-এ কল এলে সাবধান

বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ভারতে হোয়াটসঅ্যাপের কয়েক কোটি ইউজার আছে, যার কারণে জালিয়াতরা এখন এদেশের মানুষকে বোকা বানানোর জন্য এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে। সেক্ষেত্রে আজকাল স্ক্যামাররা
+৯২ (+92) কান্ট্রি কোড দিয়ে শুরু হওয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল করছে এবং বিনামূল্যে আইফোন (iPhone) বা অন্যান্য বহুমূল্য অ্যাপল (Apple) প্রোডাক্ট জেতার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে। যেমন সম্প্রতি আহমেদাবাদের এক যুবককে ফ্রি-তে iPhone 14 জেতার প্রলুব্ধকর মেসেজ পাঠিয়ে, তাকে ন্যূনতম কিছু চার্জ প্রদান করতে বলা হয়। দুবাই থেকে ফোন আসবে এই আশ্বাস পেয়ে ওই যুবক প্রথমে ৩,০০০ টাকা এবং তারপর ৮,০০০ টাকা ডেলিভারি ফি দিলেও বিনিময়ে কিছুই পাননি। পরবর্তী সময়ে তিনি দেখেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬.৭৬ লাখ টাকা হারিয়ে গেছে এবং তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

Big Brother Scam: ‘বড় ভাইয়ের’ নামে চলছে জালিয়াতি

রিপোর্ট অনুযায়ী, জালিয়াতির শিকার ওই যুবককে হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হয়েছিল যে তিনি ‘বিগ ব্রাদার অ্যান্ড লিটল ব্রাদার স্কিম’-এর দরুন আইফোন জিতেছেন। তবে শুধু ওই যুবক নন, বরঞ্চ অনেক ভারতীয় ইন্টারনেট ইউজারকেই এই জাতীয় মেসেজ পাঠানো হয়েছে – পুলিশের মতে অতীতে বহুবার ‘বিগ ব্রাদার’ কেলেঙ্কারির কথা শোনা গেছে, যেখানে দুবাই থেকে কলের নামে বিনামূল্যে প্রোডাক্ট অফারের প্রতিশ্রুতি দেওয়া হয়। বলে রাখি, ‘বিগ ব্রাদার অ্যান্ড লিটল ব্রাদার’ আদতে দুবাইয়ের একটি সুপরিচিত ইলেকট্রনিক্স দোকান, যার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জালিয়াতি চলছে।

পুলিশ আরও বলেছে যে, এই স্ক্যামাররা +৯২ কান্ট্রি কোডযুক্ত নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপ কল করছে, তাই ইউজাররা যেন এই জাতীয় কলগুলি থেকে সাবধানে থাকেন। উল্লেখ্য, +৯২ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কান্ট্রি কোড, কিন্তু পুলিশের মতে পাকিস্তানিরা এসব কেলেঙ্কারিতে জড়িত নয়। আসলে, স্ক্যামাররা ভার্চুয়াল নম্বর ব্যবহার করে জালিয়াতি চালায়। এই ধরনের নম্বরগুলি বিভিন্ন অনলাইন অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সক্রিয় করা হয়। তাই এই ধরনের স্ক্যামগুলি এড়াতে কোনো প্রলোভনে পা দেবেননা এবং অযাচিত কল রিসিভ করবেননা।