Moto X40 বাহুবলী ক্ষমতার প্রসেসর নিয়ে বাজারে আসছে, চিন্তা বাড়ল Vivo-র

মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোন Moto X40 আগামী ১৫ ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে৷ তার আগেই অবশ্য এটির ডিজাইন সহ বেশিরভাগ বৈশিষ্ট্য অনলাইনে ফাঁস হয়ে গেছে৷ আর এখন, Moto X40 মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং এই সাইটের তালিকাটি আসন্ন মোটোরোলা ফোনটির পারফরম্যান্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি প্রকাশ করার সাথে সাথে কিছু স্পেসিফিকেশনও সামনে এনেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Moto X40-এর গ্লোবাল সংস্করণকে দেখা গেল Geekbench-এর প্ল্যাটফর্মে

মাইস XT2301-5 মডেল নম্বর সহ একটি মোটোরোলা হ্যান্ডসেট গিকবেঞ্চ ৫ (Geekbench 5) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এটি মোটো এজ ৪০ প্রো-এর মডেল নম্বর হতে পারে, যা মোটো এক্স৪০-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হবে। তালিকাটি প্রকাশ করেছে যে, ডিভাইসটি একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার প্রাইম কোরের ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ, চারটি কোর ২.৮০ গিগাহার্টজে রান করে এবং বাকি তিনটি ২.০২ গিগাহার্টজে চলে। এই তথ্যগুলি নির্দেশ করে যে, উল্লেখিত চিপসেটটি হল সদ্য লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। যা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই চিপ দিয়ে ভিভো ও তার সাব ব্র্যান্ড আইকো ইতিমধ্যেই নতুন ফোন লঞ্চ করেছে।

এছাড়াও, তালিকায় উল্লেখ করা হয়েছে যে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ কাস্টম স্কিনে রান করবে এবং এতে ১২ জিবি র‍্যাম পাওয়া যাবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, মোটো এক্স৪০-এর গ্লোবাল সংস্করণটি গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৭১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৪,৬৮৩ পয়েন্ট স্কোর করতে সক্ষম হয়েছে। যদিও এগুলি ছাড়া, গিকবেঞ্চ তালিকাটি আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে, Moto XT2301-4-এর একটি সাম্প্রতিক এফসিসি (FCC) তালিকা প্রকাশ করেছে যে, এটিতে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ইউনিট এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স অন্তর্ভুক্ত থাকবে। ফোনটির ডিসপ্লে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে বলে আশা করা হচ্ছে।