Motorola Edge 30: বিশ্বের সবচেয়ে পাতলা 5G ফোন ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

Motorola Edge 30 ঘোষণা অনুযায়ী আজ ভারতে লঞ্চ হল। এদেশে ফোনটির দাম রাখা হয়েছে ৩০,০০০ টাকার কম। কোম্পানির দাবি বিশ্বের সবচেয়ে পাতলা 5G স্মার্টফোন হল Motorola Edge 30, এর থিকনেস ৬.৭৯মিমি। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর ও ১৪৪ হার্টজ ১০ বিট পিওলেড ডিসপ্লে। আবার ফোনটি ৫০ মেগাপিক্সেল কোয়াড ফাংশন ক্যামেরা সেটআপ ও থিঙ্কশিল্ড প্রোটেকশন সহ এসেছে। আসুন Motorola Edge 30 এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটোরোলা এজ ৩০ দাম, লভ্যতা (Motorola Edge 30 Price, Availability)

মোটোরোলা এজ ৩০ ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৭,৯৯৯ টাকা। ফোনটি অরোরা গ্রীন ও মিটিওর গ্রে কালারের মধ্যে বেছে নেওয়া যাবে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি আগামী ১৯ মে দুপুর ১২টা থেকে কেনা যাবে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাংকের কার্ডধারীরা এই ফোনের উপর ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। উল্লেখ্য, গত এপ্রিলে Motorola Edge 30-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৪৪৯.৯৯ ইউরো (প্রায় ৩৬,৩০০ টাকা) মূল্যে ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছিল।

মোটোরোলা এজ ৩০ স্পেসিফিকেশন, ফিচার (Motorola Edge 30 Specifications, Features)

মোটোরোলা এজ ৩০ ফোনের সামনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ফুল এইচডি+ (২৪৬০ x ১০৮০ পিক্সেল) pOLED ডিসপ্লে, যা ১০-বিট প্যানেল এবং এইচডিআর১০+ কনটেন্ট সাপোর্ট করে। এই ডিসপ্লে ৫০০ নিটস ব্রাইটনেস ও ২০:৯ এসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে এড্রনো ৬৪২এল জিপিইউ সহ অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোটোরোলা এজ ৩০ একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে, অর্থাৎ ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Motorola Edge 30 এর ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা উপস্থিত। এগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১১৮ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো ভিশন লেন্স, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

ব্যাটারি ব্যাকআপের কথা বললে, Motorola Edge 30 এসেছে ৪,০২০ এমএএইচ ব্যাটারির সাথে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মোটোরোলা এজ ৩০ অ্যান্ড্রয়েড ১২ নির্ভর মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করে। সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট। এটি ডুয়েল স্পিকার, ২টি মাইক্রোফোন ও আইপি৫২ রেটিং সহ এসেছে। Motorola Edge 30 এর ওজন ১৫৫ গ্রাম।

Julai Mondal

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

9 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago