Motorola Edge 30 Neo আসছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, পাওয়া যাবে চারটি কালারে

Motorola তাদের Edge সিরিজের অধীনে একটি নয়া হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। এটি Motorola Edge 30 Neo নামে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই হ্যান্ডসেটটি হল সেই একই ফোন, যেটিকে প্রথমে Motorola Miami কোডনেম সহ Motorola Edge Lite বলা হয়েছিল। এই ডিভাইসটি Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে এবং এর সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত থাকবে। এখন আবার একটি রিপোর্টের মাধ্যমে Motorola Edge 30 Neo-এর কালার অপশনগুলি প্রকাশ্যে এসেছে এবং জানা গেছে এটি চারটি আকর্ষণীয় রঙের বিকল্পে বাজারে লঞ্চ হবে।

ফাঁস হল Motorola Edge 30 Neo-এর কালার অপশন

টিপস্টার ইভান ব্লাস ও ৯১ মোবাইলস (91Mobiles) যৌথভাবে নতুন মোটোরোলা এজ ৩০ নিও-এর প্রত্যাশিত কালার অপশনগুলি শেয়ার করেছে। রিপোর্ট অনুসারে, হ্যান্ডসেটটিকে আগে মোটোরোলা এজ ৩০ লাইট নামে ডাকা হচ্ছিল। মায়ামি কোডনেমের এজ ৩০ নিও অ্যাকোয়া ফোম, ব্ল্যাক অনিক্স, আইস প্যালেস এবং ভেরি পেরি- এই চারটি চমকপ্রদ কালার অপশনে বাজারে উপলব্ধ হবে। কালার ভ্যারিয়েন্টের রেন্ডারগুলিও টিপস্টার শেয়ার করেছেন।

প্রসঙ্গত, এই ফাঁস হওয়া চিত্র অনুযায়ী, মোটোরোলা এজ ৩০ নিও-এর ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। হ্যান্ডসেটের নীচে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি মাইক্রোফোন হোল, একটি স্পিকার গ্রিল এবং সিম ট্রে উপস্থিত থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, এজ ৩০ নিও-এর ব্যাক প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। ছবিগুলি ইঙ্গিত দেয় যে, এই ফোনটির ডান ধারে ভলিউম রকার এবং পাওয়ার বাটনটি উপস্থিত থাকবে।

এছাড়া, Motorola Edge 30 Neo-এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ পোলড (POLED) ডিসপ্লে সহ আসবে। এই মোটোরোলা স্মার্টফোনে ৪,০২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই স্পেসিফিকেশনগুলি জুন মাসে প্রকাশিত Motorola Edge 30 Lite সম্পর্কীত একটি রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা হ্যান্ডসেটের ফার্স্ট লুকটিও শেয়ার করেছে। তবে সংস্থা এখনও Motorola Edge 30 Neo-এর বাণিজ্যিক নাম এবং এর স্পেসিফিকেশন নিশ্চিত করেনি।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi

Recent Posts

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

15 mins ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

25 mins ago

Rishabh Pant: অর্থাভাবে ভুগছিল ইঞ্জিনিয়ারিং ছাত্র, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋষভ পান্থ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় তারকা ব্যাটসম্যান ঋষভ পান্থ আসন্ন টেস্ট সিরিজগুলোতে ব্লু ব্রিগেডদের হয়ে পুরনো…

30 mins ago

Woman’s T20 World Cup 2024: অস্ট্রেলিয়া, ভারতের পর এবার বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

২০০৯ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মরসুম অনুষ্ঠিত হয়েছিল। প্রথম মরসুমেই ইংল্যান্ডের মহিলা দল চ্যাম্পিয়ন…

37 mins ago

Xiaomi ভারতে লঞ্চ করল নতুন 4K Smart TV, ডলবি অডিও সহ পাবেন প্রিমিয়াম ডিজাইন

Xiaomi আজ ভারতে Xiaomi Smart TV X সিরিজের অধীনে 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 55…

49 mins ago

BSNL-এ মোবাইল নম্বর পোর্ট করার আগে চেক করুন আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কিনা

জুলাইয়ের শুরুতে ভারতের বেসরকারি টেলিকম সংস্থা Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তাদের রিচার্জ প্ল্যানগুলির…

1 hour ago