ফ্ল্যাগশিপ কিলার Motorola Edge 30 Neo লঞ্চ হল, রয়েছে ৬৪এমপি ক্যামেরা ও ৬৮ ওয়াট চার্জিং

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Motorola তাদের Edge সিরিজের অধীনে Edge 30 Ultra এবং Edge 30 Fusion-এর পাশাপাশি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে নয়া Motorola Edge 30 Neo হ্যান্ডসেটটিও। সদ্য উন্মোচিত ‘Ultra’ এবং ‘Fusion’ মডেল দুটি চীনে উপলব্ধ Moto X30 Pro এবং S30 Pro-এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে এলেও, Edge 30 Neo একটি সম্পূর্ণ নতুন ডিভাইস। এই কমপ্যাক্ট ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ পি-ওলেড ডিসপ্লে, Snapdragon 6-সিরিজ চিপসেট, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। চলুন Motorola Edge 30 Neo-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

মোটোরোলা এজ ৩০ নিও-এর মূল্য এবং লভ্যতা – Motorola Edge 30 Neo Price and Availability

ইউরোপের বাজারে মোটোরোলা এজ ৩০ নিও-এর একমাত্র ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৩৬৯ ইউরো (প্রায় ২৯,৬০০ টাকা)। আগ্রহী ক্রেতারা হ্যান্ডসেটটিকে ভেরি পেরি, ব্ল্যাক অনিক্স, আইস প্যালেস এবং অ্যাকোয়া ফোম- এই চারটি কালার অপশনে বেছে নিতে পারবেন।

মোটোরোলা এজ ৩০ নিও-এর স্পেসিফিকেশন এবং ফিচার – Motorola Edge 30 Neo Specifications and Features

মোটোরোলা এজ ৩০ নিও ৬.২৮ ইঞ্চির পি-ওলেড (P-OLED) ডিসপ্লের সাথে এসেছে, যার ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাট-আউট রয়েছে। ডিসপ্লেটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এটির স্ক্রিন-টু-বডি রেশিও হল ৯৫.৬ শতাংশ। নিরাপত্তার জন্য, এজ ৩০ নিও একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফেস আনলক ফিচারটিও অফার করে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Neo-এর রিয়ার শেলে অবস্থিত ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা যা ম্যাক্রো স্ন্যাপার হিসেবেও কাজ করবে এবং একটি এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে। এই ক্যামেরা ইউনিটটি সর্বোচ্চ ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। আর সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 30 Neo ৪,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এতে ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিংও মিলবে। কানেক্টিভিটির ক্ষেত্রে, এই নতুন মোটো ফোনটি ডুয়েল সিম সাপোর্ট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি-সি পোর্ট অফার করে। Edge 30 Neo অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে, যেটিকে রেডি ফর ফিচারের সাপোর্ট সহ ট্যাগ করা হয়েছে। ডিভাইসটি পরবর্তীকালে অ্যান্ড্রয়েড ১৩ এবং অ্যান্ড্রয়েড ১৪ ওএস আপগ্রেড পাবে বলেও নিশ্চিত করেছে সংস্থা। অডিওর জন্য, Moto Edge 30 Neo-তে ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে এবং ডিভাইসটি জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৫২ (IP52)-রেটেড চ্যাসিস সহ এসেছে। সবশেষে ফোনটির পরিমাপ ১৫২.৯ x ৭১.২ x ৭.৭৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৫৫ গ্রাম।

Anwesha Nandi

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

42 mins ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

2 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

3 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

3 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

4 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

4 hours ago