কোন অ্যাপটি বেশি উপযোগী জানাবে গুগল, প্লে স্টোরে যুক্ত হচ্ছে কমপেয়ার অ্যাপ ফিচার

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারিদের জন্য অফিসিয়াল অ্যাপ স্টোর হল Google Play Store। যাবতীয় অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য আমাদের প্লে-স্টোরের শরণাপন্ন হতে হয়। আর এখানেই হয়েছে যত মুশকিল! কোন বিশেষ কাজের জন্য প্রয়োজনে অ্যাপ্লিকেশন খুঁজতে গিয়ে আমরা একইরকমের অনেক অ্যাপের সন্ধান পেয়ে যাই! তাদের মধ্যে কোন অ্যাপটি কাজের জন্য সবথেকে উপযোগী হবে, রেটিংয়ের দিকে চোখ রাখতে গিয়ে সে বিচারবুদ্ধিও অনেকসময় গুলিয়ে যায়!

এই সমস্যার গুরুত্ব অনুভব করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারিদের জন্য Google, প্লে-স্টোরে আরো কিছু পরিবর্তন আনতে চলেছে বলে খবর। Android Police এর রিপোর্ট অনুযায়ী, আর কিছুদিনের মধ্যে প্লে-স্টোরে ‘Compare Apps’ ফিচার যোগ হবে। এই ফিচারের উপযোগিতা অনেক। ফিচারটির মাধ্যমে কোনো অ্যাপ ডাউনলোডের সময় আপনি একই ধরণের দু’টি বা তারও বেশী সংখ্যক অ্যাপের মধ্যে তুলনা করতে পারবেন। ভবিষ্যতে অন্তর্ভুক্তির সম্ভাবনা থাকা এই বিশেষত্বটি আপাতত পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে।

Android Police এর প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে কমপেয়ার অ্যাপ ফিচার উপলব্ধ হলে ব্যক্তিগত অ্যাপ লিস্টিংয়ে একজন ব্যবহারকারী একাধিক অ্যাপের মধ্যে তুলনা করতে পারবেন। ফলে প্রয়োজনহীন কোন অ্যাপ ডাউনলোড করে অযথা ডেটা খরচ হবেনা। Compare Apps বিকল্পটি আপনার অ্যাপ লিস্টিংয়ের পেজের নীচের দিকেই যুক্ত হবে।

আসলে রিভিউ-রেটিংয়ের সাথেই গুগলের সুপারিশের ওপর নির্ভর করে অ্যাপ ডাউনলোড করলে তা আরো অনেক মসৃণ হবে। বিশেষত হাজার হাজার ব্যবহারকারিকে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই গুগল এই ফিচার সংযোজন করবে বলে Android Police এর দাবী। আপাতত প্লে-স্টোরের ২২.৪.২৮ ভার্সনে এই সুবিধা উপলব্ধ বলে জানা গেছে।