আধুনিক ফিটনেস ফিচারস সহ আসছে Realme Watch 2 এবং Watch 2 Pro

শীঘ্রই লঞ্চ হতে পারে Realme Watch 2 এবং Realme Watch 2 Pro। স্মার্টওয়াচের ব্যাপক জনপ্রিয়তার কারণে চীনা স্মার্টফোন কোম্পানিটি তাদের এই গ্যাজেটদুটি বাজারে আনার পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি Realme Link অ্যাপের সোর্স কোডে এই দুই স্মার্টওয়াচের নাম খুঁজে পাওয়া গেছে। প্রসঙ্গত গতবছর মে তে লঞ্চ হয়েছিল রিয়েলমি ওয়াচ। এরপর কয়েকমাস আগেই ওয়াচ এস ও এস প্রো কে বাজারে এনেছিল রিয়েলমি।

Realme Link মোবাইল অ্যাপের কথা বললে, এটি আসলে কোম্পানির সমস্ত প্রোডাক্টের হাব হিসাবে কাজ করে। অর্থাৎ রিয়েলমির সমস্ত প্রোডাক্টের নাম এর মধ্যে পাওয়া যায়। এরই সোর্স কোডের মধ্যে এবার Realme Watch 2 এবং Realme Watch 2 Pro ডিভাইস দুটির নাম খুঁজে পাওয়া গেছে।

যদিও এখান থেকে এই দুই ডিভাইস সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এমনকি কোম্পানির তরফেও এদের সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে আশা করা যায় রিয়েলমি ওয়াচ ২ ও রিয়েলমি ওয়াচ ২ প্রো, কোম্পানির প্রথম রিয়েলমি ওয়াচ এর আপগ্রেড ভার্সন হবে। সেক্ষত্রে আমরা এতে উন্নত ফিটনেস ফিচার পাবো বলেই মনে হয়।

Realme Watch এর স্পেসিফিকেশন

রিয়েলমি ওয়াচে ছিল ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৩২০x৩২০ পিক্সেল রেজুলেশন যুক্ত ১.৪ ইঞ্চি ডিসপ্লে। এতে ২০ এমএম বেল্ট উপলব্ধ ছিল। ডিভাইসটি আইপি৬৮ রেটিং প্রাপ্ত হওয়ায় এটি জল ও ধুলো প্রতিরোধী। এই ওয়াচ অ্যান্ড্রয়েড ৫.০ এর উপরে সমস্ত ডিভাইসে সাপোর্ট হত। কানেক্টিভিটির জন্য এখানে ছিল ব্লুটুথ ৫.০। এতে ১৬০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। যা ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়। আবার পাওয়ার সেভার মোডে ২০ দিন পর্যন্ত চলবে। এই ওয়াচের ওজন ৩১ গ্রাম। এই ওয়াচে হার্ট-রেট ট্র্যাকিং এবং হার্ট রেট ওয়ার্নিং ফিচারও দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *