200MP ক্যামেরার Motorola Edge 30 Ultra তিনদিন পরেই লঞ্চ হচ্ছে, সাথে আসছে Moto Edge 30 Neo

বিগত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিলো যে, আগামী ৮ই সেপ্টেম্বর Motorola তাদের Edge 30 সিরিজের অধীনে একঝুড়ি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এক্ষেত্রে, ব্র্যান্ডটি হয়তো ওইদিন – Edge 30 Ultra, Edge 30 Fusion এবং Edge 30 Neo নামের তিনটি হ্যান্ডসেটের ঘোষণা করবে। যদিও সংস্থার তরফ থেকে কোনো নিশ্চিত বার্তা আসার আগেই, প্রখ্যাত প্রযুক্তি সাংবাদিক নিলস আহরেন্সমেয়ার (Nils Ahrensmeier) আলোচ্য সিরিজের অধীনে আসন্ন ‘Ultra’ এবং ‘Neo’ মডেল দুটির প্রেস রেন্ডার ইতিমধ্যেই শেয়ার করেছেন অনলাইনে। যার দরুন উল্লেখিত ফোন-দ্বয়ের ডিজাইন থেকে শুরু করে কালার ভ্যারিয়েন্ট এবং কয়েকটি মুখ্য ফিচার সামনে এসেছে।

মোটোরোলা এজ ৩০ আল্ট্রা -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Ultra expected specifications)

সদ্য ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, আসন্ন মোটোরোলা এজ ৩০ আল্ট্রা স্মার্টফোনে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লের ডিজাইন সেন্টার্ড পাঞ্চ-হোল স্টাইলের হবে, যার কাটআউটের মধ্যে একটি ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত থাকবে। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে, OIS সমর্থিত ২০০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর + ১২ মেগাপিক্সেল টেলিফোটো শুটার যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। নিরাপত্তার জন্য, এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসবে। আর রেন্ডারে প্রদত্ত ছবি দেখে মনে হচ্ছে ডিভাইসটি দুটি কালার বিকল্পে আসবে, যথা হোয়াইট এবং ব্ল্যাক।

অন্যান্য ফিচারের কথা বললে, Edge 30 Ultra হয়তো বিদ্যমান Moto X30 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত মডেলে, ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হবে।

মোটোরোলা এজ ৩০ নিও -এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Neo expected specifications)

অন্যদিকে, সিরিজের অপর একটি আপকামিং মডেল মোটোরোলা এজ ৩০ নিও -কে মোট চারটি কালার ভ্যারিয়েন্টে দেখা গেছে রেন্ডারে, যথা – ব্ল্যাক অনিক্স, ভেরি পেরি (এই বছরের প্যানটোন কালার), অ্যাকোয়া ফোম এবং আইস প্যালেস৷ আর ডিজাইনের কথা বললে, ফোনটির সামনে একটি পাঞ্চ-হোল স্টাইল ফ্ল্যাট ডিসপ্লে এবং পিছনে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সমন্বিত ট্রিপল ক্যামেরা ইউনিট বিদ্যমান থাকবে।

এছাড়া, Motorola Edge 30 Neo স্মার্টফোনকে একটি ৬.২৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল সহযোগে নিয়ে আসা হতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকবে। সেলফি তোলার জন্য ডিভাইসে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য একটি ৪,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। প্রসঙ্গত, আলোচ্য ‘নিও’ মডেলটি ইউরোপের মার্কেটে হয়তো ৩৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৩১,৬০০ টাকা) প্রাইজ ট্যাগের সাথে আসবে, এমন খবরও সম্প্রতি আমাদের কানে এসেছে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

39 mins ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

2 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

3 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

3 hours ago

TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa

TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত…

4 hours ago

Durand Cup Mohun Bagan: পিছিয়ে থেকেও ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ফের ম্যাচের হিরো বিশাল কাইথ

বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। সেমিফাইনালে ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে…

4 hours ago