Categories: Mobiles

Motorola-র হাত ধরে দেশে একজোড়া দুর্দান্ত স্মার্টফোন আসছে, স্পেসিফিকেশন দেখে নিন

মোটোরোলা বেশ কয়েকটি নতুন শীঘ্রই স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে। গত কয়েক সপ্তাহে XT2303-2 এবং XT2321-1 মডেল নম্বর সহ দুটি মোটো ব্র্যান্ডেড ফোন একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন এগুলি ভারতের বিআইএস (BIS) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে৷ সার্টিফিকেশন সাইটের তালিকা থেকে এগুলির বিপণন নাম জানা না গেলেও, পূর্ববর্তী রিপোর্টের ভিত্তিতে বলা যেতে পারে যে, এই ডিভাইসগুলি সম্ভবত বাজারে Motorola Edge 40 এবং ফোল্ডেবল Razr 40 Ultra (ওরফে Razr+ 2023) হিসেবে আত্মপ্রকাশ করবে। আসুন তাহলে এই মোটো ফোনগুলির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Motorola Edge 40 এবং Razr 40 Ultra পেল BIS-এর সার্টিফিকেশন

XT2303-2 এবং XT2321-1 মডেল নম্বর সহ মোটো এজ ৪০ এবং রেজার ৪০ আল্ট্রা মডেল দুটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। যথারীতি তালিকায় এগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। তবে, এখন যেহেতু ডিভাইস দুটি বিআইএস দ্বারা প্রত্যয়িত হয়েছে, তাই আশা করা হচ্ছে এগুলি খুব শীঘ্রই ভারতীয় বাজারে পা রাখবে। বিআইএস লিস্টিং থেকে কোনও বৈশিষ্ট্য সম্পর্কে আভাস পাওয়া না গেলেও, মোটো এজ ৪০ এবং রেজার ৪০ আল্ট্রা-এর বেশ কিছু মূল স্পেসিফিকেশন ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Motorola Edge 40-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, মোটোরোলা এজ ৪০-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনের ওপরে একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে এবং এতে কার্ভড এজ দেখা যাবে। ডিভাইসটি আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত থাকবে। এজ ৪০ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স ৫ (My UX 5) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 40-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল-ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 40-তে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে৷

Motorola Razr 40 Ultra-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Razr 40 Ultra নামক ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোনটিতে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ওলেড (OLED) প্যানেল থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেটটি ব্যবহার করা হবে, যা ৮ জিবি / ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের সাথে যুক্ত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Razr 40 Ultra-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৬৪০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স ৫ (My UX 5) কাস্টম স্কিনে চলবে৷ এছাড়া, এই ফোল্ডেবল মোটোরোলা ফোনে একটি বেশ বড় কভার ডিসপ্লে, ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবস্থান করবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago