Motorola Edge 50 Fusion 5g killer mid range smartphone sale live get it in massive discount

শুরু হল Motorola Edge 50 Fusion-এর সেল, কেনা যাবে মাত্র 20,999 টাকায়, কী কী ফিচার পাবেন?

সাম্প্রতিক সময়ে বাজার ধরতে একটার পর একটা নতুন শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করে চলেছে Motorola। সেক্ষেত্রে যারা এখন ২০-২৫ হাজার টাকা বাজেটে নিজের জন্য একটি ভালো ফোন খুঁজছেন, বিশেষত যাদের মোবাইল ফটোগ্রাফির শখ রয়েছে, তাদের জন্য সেরা বিকল্প হতে পারে ব্র্যান্ডের নতুন Motorola Edge 50 Fusion 5G মডেলটি। Motorola মাত্র কয়েকদিন আগেই এই ফোনটি লঞ্চ করেছিল, যাতে pOLED ডিসপ্লে থেকে শুরু করে 5000mAh ব্যাটারি, 68W ফাস্ট চার্জিং, Qualcomm Snapdragon চিপসেটের মতো ফিচার আছে; সাথে রয়েছে 50MP রিয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরাও।

এদিকে লঞ্চের কিছু সময় পর এই মে মাসের শেষ থেকে Motorola Edge 50 Fusion-এর বিক্রি শুরু হয়েছে, যেখানে এটি দুর্দান্ত ছাড়ে পাওয়া যাবে। তো আসুন, কেনাকাটার আগে দেখে নিই আলোচ্য Moto ফোনে ঠিক কী অফার মিলবে এবং এতে ঠিক কী ফিচার আছে…

বিক্রি শুরু হতেই দারুণ ছাড়ে মিলছে Motorola Edge 50 Fusion

নতুন মোটোরোলা এজ্ ৫০ ফিউশন ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ও ২৫৬ জিবির টপ মডেলটি ২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে – এদের এমআরপি (MRP) যথাক্রমে ২৫,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা। এক্ষেত্রে সংস্থার পূর্ব ঘোষণা মতোই আজ ৩১শে মে বিকেল ৫টা থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এ এই ডিভাইসটির বিক্রি শুরু হয়েছে। আগ্রহীরা এটি অর্ডার করার সময় আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। সাথে থাকবে নো কস্ট ইএমআইয়ের সুবিধা।

আবার, কোনো পুরোনো ফোনের বিনিময়ে এই মোটো ফোনটি কিনলে ২৩,৫০০ টাকা পর্যন্ত (১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের ভিত্তিতে) এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যেতে পারে। যদিও এক্সচেঞ্জ ভ্যালুর যথাযথ অঙ্কটা নির্ভর করবে সেই পুরোনো ফোনের বর্তমান অবস্থা, মডেল, ব্র্যান্ড ইত্যাদির উপর।

Motorola Edge 50 Fusion-এর স্পেসিফিকেশন

মোটোরোলা এজ্ ৫০ ফিউশন স্মার্টফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১,৬০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড এন্ডলেস এজ্ ডিসপ্লে রয়েছে, যা 3D কার্ভড ডিজাইন, কর্নিং গরিলা ৫ প্রোটেকশনের মতো ফিচারের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বাধিক ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের বিকল্প বর্তমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মেলে।

এছাড়া ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস (OIS) ক্যামেরা (Sony LYT-700C সেন্সর)-যুক্ত ডুয়াল রিয়ার রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। অন্যান্য ফিচারের কথা বললে, মোটোরোলা এজ্ ৫০ ফিউশনে ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৮ রেটিং থেকে শুরু করে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে।