Mobiles

Motorola Edge 50 Neo: 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসছে মোটোরোলার নতুন স্মার্টফোন, ফাঁস হল ছবি

মোটোরোলা একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই ফোনটির নাম মোটোরোলা এজ ৫০ নিও। যদিও ডিভাইসটি কবে লঞ্চ হবে সে বিষয়ে সংস্থার তরফে এখনও জানানো হয়নি। তবে ৯১ মোবাইলস সম্প্রতি এই স্মার্টফোনের ছবি ফাঁস করেছে। এখান থেকে হ্যান্ডসেটটির কালার ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। শেয়ার করা ছবি দেখে অনুমান করা হচ্ছে যে, মোটোরোলা এজ ৫০ নিও ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস পোলেড ডিসপ্লে, তিনটি রিয়ার ক্যামেরা‌ থাকবে। আর এটি ভেগান লেদার ফিনিশ এবং প্যানটোন রঙে আসবে।

মোটোরোলা এজ ৫০ নিও এই ফিচারের সাথে আসতে পারে

রিপোর্ট অনুসারে, মোটোরোলা এজ ৫০ নিও ফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস পোলেড ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মোটোরোলার এই নতুন স্মার্টফোন ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন সহ পাওয়া যেতে পারে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৬১৫ এমসি২ জিপিইউ সহ ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ নিও ফোনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা দেওয়া হতে পারে।

এই ক্যামেরাগুলির মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রধান লেন্স সহ ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। ফোনের প্রাইমারি ক্যামেরায় ওআইএসের সঙ্গে কোয়াড পিক্সেল প্রযুক্তি সাপোর্ট করবে। সেলফির জন্য মোটোরোলা এজ ৫০ নিও ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনের ফ্রন্ট ক্যামেরাও কোয়াড পিক্সেল প্রযুক্তির সঙ্গে আসতে পারে।

ব্যাটারির কথা বললে, এই স্মার্টফোনে ৪৩১০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর ডিভাইসটি আইপি৬৮ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং সহ আসবে। ওএসের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে কাজ করবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ৫জি, ডুয়েল ভোল্টি ৪জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪ ও ইউএসবি টাইপ সি এর মতো অপশন পাওয়া যাবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

25 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

32 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago