Motorola Edge 50: মোটোরোলা বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড স্মার্টফোন ভারতে লঞ্চ করল
অপেক্ষার অবসান ঘটিয়ে মোটোরোলা এজ ৫০ আজ ভারতে লঞ্চ হয়ে গেল। এটি দুনিয়ার সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড (মিল-৮১০এইচ)...অপেক্ষার অবসান ঘটিয়ে মোটোরোলা এজ ৫০ আজ ভারতে লঞ্চ হয়ে গেল। এটি দুনিয়ার সবচেয়ে পাতলা মিলিটারি গ্রেড (মিল-৮১০এইচ) স্মার্টফোন। প্রচন্ড গরম, ঠান্ডা, আর্দ্রতা — সব ধরনের পরিবেশে এটি কাজ করতে সক্ষম। হাত থেকে পড়লেও ভাঙবে না। এই মিড-রেঞ্জ ফোনকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি৬৮ রেটেড ফ্রেম দেওয়া রয়েছে। অন্যান্য বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে কার্ভড ডিসপ্লে, সনি ক্যামেরা, ৬৮ ওয়াট টার্বো চার্জিং। চলুন মোটোরোলা এজ ৫০ মডেলের দাম সহ খুঁটিনাটি দেখে নেওয়া যাক।
ভারতে মোটোরোলা এজ ৫০ ফোনের দাম
ভারতে ফোনটির একটাই ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে৷ ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা। এটি ৮ই আগস্ট থেকে ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাবে। অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।
মোটোরোলা এজ ৫০ স্পেসিফিকেশন
মোটোরোলার এই ফোনের সামনে ৬.৭ ইঞ্চি ১.৫কে সুপার এইচডি পোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ১৯০০ নিটস। এটি এইচডিআর১০+ সাপোর্ট ও এসজিএস ব্লু লাইট রিডাকশন সার্টিফিকেশন সহ এসেছে। স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি থাকার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে এটি। ফোনটিতে ৭ জেন ১ অ্যাকসিলারেটেড এডিশন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর হ্যালো ইন্টারফেসে চলবে।
ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ ৫০ স্মার্টফোনের পিছনে ট্রিপল এআই ক্যামেরা মিলবে। যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি-এলওয়াইটি ৭০০সি প্রাইমারি ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও ১০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স৷ ফ্রন্টে সেলফি ও ভিডিও কলের জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
মোটোরোলা এজ ৫০ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। ফোনটির ৫০০০ এমএএইচ ব্যাটারি ৬৮ ওয়াট টার্বোচার্জিং অফার করে। দুর্দান্ত সাউন্ডের জন্য ডলবি এটমোস যুক্ত ডুয়াল স্টিরিও স্পিকার মিলবে মোটোরোলার এই নতুন স্মার্টফোনে।