5G ফোন খোঁজ করছেন? সস্তায় পাওয়া যাচ্ছে Motorola Edge 50 Pro 5G ও Motorola G64 5G

Flipkart-এর Big Saving Days Sale : আপনারা যারা সস্তায় একটি 5G হ্যান্ডসেট কিনতে আগ্রহী, তাদের জন্য রয়েছে সুখবর! চলমান Flipkart Big Saving Days সেলে একাধিক…

Flipkart-এর Big Saving Days Sale : আপনারা যারা সস্তায় একটি 5G হ্যান্ডসেট কিনতে আগ্রহী, তাদের জন্য রয়েছে সুখবর! চলমান Flipkart Big Saving Days সেলে একাধিক ব্র্যান্ডের স্মার্টফোন লোভনীয় অফারের সাথে বিক্রি করা হচ্ছে। তবে বিশেষভাবে Motorola ব্র্যান্ডের ভক্তরা সর্বাধিক সেরা ডিলের সুবিধা পাবেন। কেননা এই সেলে সংস্থার দুটি লেটেস্ট তথা জনপ্রিয় 5G স্মার্টফোন দুর্দান্ত ডিলের সাথে তালিকাভুক্ত রয়েছে। স্মার্টফোনগুলি হল Motorola Edge 50 Pro 5G এবং Motorola G64 5G। উভয় মডেলের সাথেই ভারী ডিসকাউন্ট মিলবে। এছাড়া সাথে উপলব্ধ ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসের লাভ ওঠাতে পারলে মাত্র কয়েক হাজার টাকা খরচ করে নিজেদের পছন্দসই ফোন বাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা।

Motorola G64 5G

মোটোরোলা জি৬৪ ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি আপনারা এখন মাত্র ১৫,৯৯৯ টাকা খরচ করে পকেটস্থ করতে পারবেন। SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করে এই ফোন কিনলে ১০% বা ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অথবা নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ডধারীরা পেয়ে যাবেন ৫% ক্যাশব্যাকের সুবিধা। এছাড়া এই ফোন এক্সচেঞ্জ অফারের অধীনেও কেনা সম্ভব। পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেলে এই মোটোরোলা হ্যান্ডসেটটি ১৪,২৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করে কেনা সম্ভব।

ফিচার – মোটোরোলা মোটো জি৬৪ ৫জি ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল। ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আবার ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা ইউনিট। এগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা ম্যাক্রো শুটার হিসেবেও কাজ করে। তদুপরি ভালো পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর থাকছে। এই ডিভাইস অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক মাইইউএক্স কাস্টম স্কিনে রান করে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা মোটো জি৬৪ ৫জি স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Motorola Edge 50 Pro 5G :

মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি সেলে ৩০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। যেসকল ক্রেতারা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করবেন তাদের ১,২৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। আবার নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাথে ৩,০০০ টাকা ছাড়ও মিলবে। Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া হ্যান্ডসেট কিনলে ২৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ফিচার – মোটোরোলা এজ ৫০ প্রো ৫জি স্মার্টফোন প্যানটোন সার্টিফায়েড ডিসপ্লে কালার ক্যালিব্রেশন এবং ক্যামেরা আউটপুট সহ এসেছে। এতে এসজিএস আই প্রযুক্তি দ্বারা সুরক্ষিত ৬.৭-ইঞ্চির ১.৫কে (২৭১২×১২২০ পিক্সেল) POLED কার্ভড ডিসপ্লে প্যানেল আছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিট পিক ব্রাইটনেস, ১০০% DCI-P3 কালার গ্যামেট, HDR10+ প্রযুক্তি সমর্থন করে। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর এবং অ্যাড্রেন ৭৩২ জিপিইউ উপস্থিত। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন হ্যালোইউআই কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। হ্যান্ডসেটটি ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং অটোফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি সেন্সরের সাথে এসেছে। মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমে ১২৫ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট টার্বোপাওয়া ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।