দেখলেই লোভ লাগবে! Motorola Edge 50 Pro-র নতুন ভ্যানিলা ক্রিম ভার্সন লঞ্চ হল

মোটোরোলা গত এপ্রিল মাসে ভারতের বাজারে প্রিমিয়াম গ্রেডের মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে। উন্মোচনের পর ফোনটি...
Ananya Sarkar 6 July 2024 11:28 AM IST

মোটোরোলা গত এপ্রিল মাসে ভারতের বাজারে প্রিমিয়াম গ্রেডের মোটোরোলা এজ ৫০ প্রো স্মার্টফোনটি লঞ্চ করেছে। উন্মোচনের পর ফোনটি এতদিন বাজারে তিনটি কালার অপশনে উপলব্ধ ছিল, এগুলি হল - ব্ল্যাক বিউটি, লাক্স ল্যাভেন্ডার এবং মুনলাইট পার্ল। এখন কোম্পানি মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের নতুন কালার অপশন বাজারে এনেছে, যার নাম ভ্যানিলা ক্রিম। আসুন এই নয়া ভ্যারিয়েন্টটির দাম এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ভ্যানিলা ক্রিম সংস্করণের মূল্য এবং লভ্যতা

ভ্যানিলা ক্রিম কালারের মোটোরোলা এজ ৫০ প্রো ইতিমধ্যেই ফ্লিপকার্টের প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ। এর দাম বাকি তিন কালার অপশনের মতোই। অর্থাৎ, এর ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ৩১,৯৯৯ টাকায় এবং উচ্চতর ১২ জিবি র‍্যাম সংস্করণটির দাম ৩৫,৯৯৯ টাকা। উভয় মডেলই ২৫৬ জিবি স্টোরেজ অফার করে। তবে, নতুন কালার অপশনটির লঞ্চ অফারগুলির মধ্যে রয়েছে নির্বাচিত ক্রেডিট কার্ডের সাথে ২,০০০ টাকা ছাড় এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ৫% পর্যন্ত ছাড়৷

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের স্পেসিফিকেশন:

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ১.৫কে পিওলেড ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরটি রয়েছে৷

ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এবং ৩x অপটিক্যাল জুম এবং ৫০x হাইব্রিড জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান৷

সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই মোটো ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে, যা ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বেস ভ্যারিয়েন্টে একটি ৬৮ ওয়াট চার্জার রয়েছে, যেখানে হাই-এন্ড মডেলটি একটি ১২৫ ওয়াটের চার্জার সহ এসেছে। এছাড়াও ফোনটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং আইপি৬৮ রেটিং সহ জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করে।

Show Full Article
Next Story