Motorola Edge 50 Ultra To Launch In With Wood Textured Rear Panel

প্লাস্টিকের বদলে এই ফোনের পিছনে পাবেন সত্যিকারের কাঠ! বিশাল চমক Motorola-র

মোটোরোলা ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Motorola Edge 50 Ultra। ডিভাইসটিকে Motorola Edge 50 Fusion হ্যান্ডসেটের সাথে গ্লোবাল মার্কেটে এপ্রিল মাসে লঞ্চ করা হয়েছিল। Edge 50 Fusion বর্তমানে এদেশে বিক্রির জন্য উপলব্ধ। আর এখন, সংস্থা Motorola Edge 50 Ultra সংস্করণটি ভারতে শীঘ্রই লঞ্চ করা হবে জানিয়ে একটি টিজার প্রকাশ করেছে। আসন্ন স্মার্টফোনটির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং ওয়্যার্ড ও ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন Motorola Edge 50 Ultra ফোনের ইন্ডিয়া লঞ্চ সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Motorola Edge 50 Ultra শীঘ্রই আসছে ভারতীয় বাজারে

মোটোরোলা ইন্ডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল “কামিং সুন” ট্যাগ সহ স্মার্টফোনের একটি টিজার শেয়ার করেছে। টিজার ইমেজটি কাঠের টেক্সচারযুক্ত রিয়ার প্যানেল এবং ক্যামেরা ইউনিট সহ আসন্ন হ্যান্ডসেটের পিছনের অংশটি প্রদর্শন করেছে। এই টিজারটি নিশ্চিত করেছে যে, এটি মোটোরোলা এজ ৫০ আল্ট্রা, বিশেষ করে এর ‘নর্ডিক উড’ ভ্যারিয়েন্ট। আশা করা হচ্ছে যে আল্ট্রা মডেলের আসন্ন ভারতীয় সংস্করণটি গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন অফার করবে।

Motorola Edge 50 Ultra: স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর রয়েছে, যা ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হ্যালো ইউআই (Hello UI) কাস্টম স্কিনে রান করে। এটিতে ৬.৭ ইঞ্চির ১৪৪ হার্টজ ফুল-এইচডি+ পোলড স্ক্রিন রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 50 Ultra ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩x পর্যন্ত অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর বিদ্যমান। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola Edge 50 Ultra ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ডুয়েল ৫জি, ৪জি, ওয়াই-ফাই, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডৌ, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ৫.৪ এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্টের মতো সংযোগ বিকল্পগুলি অফার করে৷ এছাড়াও, Motorola Edge 50 Ultra ফোনে নিরাপত্তার জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে।