Motorola G14: খেটে খাওয়া মানুষদের জন্য সস্তায় খুব সুন্দর ফোন আনছে মোটোরোলা, লঞ্চের আগেই দাম ফাঁস

মোটোরোলা (Motorola) একটি নতুন G-সিরিজ স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Moto G14। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন…

মোটোরোলা (Motorola) একটি নতুন G-সিরিজ স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে, যার নাম Moto G14। কোম্পানি ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তারা ভারতে তাদের নতুন বাজেট স্মার্টফোন হিসেবে এই হ্যান্ডসেটটি উন্মোচন করবে। আসন্ন মোটোরোলা ফোনটি একটি ৪জি ডিভাইস হবে এবং ভারতে চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Moto G13-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড শাওমি (Xiaomi) আগামী ১ আগস্ট ভারতে তাদের নতুন Redmi 12 4G ফোনটি লঞ্চ করবে, সেই দিনেই মোটোরোলা তাদের এই হ্যান্ডসেটটির উপর থেকে পর্দা সরাবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগে, মোটোরোলা আসন্ন Moto G14-এর স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করেছে। আর একটি নতুন রিপোর্ট এখন আপকামিং ফোনটির দাম প্রকাশ করেছে।

Motorola G14: ভারতের দাম এবং স্পেসিফিকেশন ফাঁস

মোটোরোলা একটি নতুন বাজেট স্মার্টফোন ভারতে আগামী ১ আগস্টে লঞ্চ হবে৷ ভারতে আত্মপ্রকাশের আগে, ফোনটির মূল্য ফাঁস হয়েছে৷ টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, এদেশে এই মোটো জি১৪ ফোনটির দাম ১০,০০০ টাকা থেকে ১১,০০০ টাকার মধ্যে থাকবে৷ দামের জন্য, ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অফার করে বলে দাবি করা হয়েছে। যেহেতু এটি একটি বাজেট স্মার্টফোন, তাই জি১৪-এ মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।

আবার, একটি ফ্লিপকার্ট (Flipkart) মাইক্রোসাইট ফোনের বাকি হার্ডওয়্যার নিশ্চিত করেছে। মোটো জি১৪-এ বৃত্তাকার কোণ সহ একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন দেখা যাবে। রিয়ার প্যানেলটি প্রান্তের দিকে সামান্য কার্ভড। মোটোরোলা নিশ্চিত করেছে যে, ডিভাইসটি গ্রে এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে। মোটো জি১৪-এ উচ্চ-মানের উপকরণ সহ একটি “সুপার প্রিমিয়াম ডিজাইন” থাকবে বলে জানা গেছে। আশা করা যায়, ফোনটি পলিকার্বোনেট ব্যাক এবং ফ্রেম সহ আসবে।

এছাড়াও, মোটো জি১৪-এ ডুয়েল স্পিকার সেটআপের জন্য ডলবি অ্যাটমোসের সাপোর্ট থাকবে। ফোনটির ডিসপ্লের ওপরের কেন্দ্রে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ কাটআউট দেখা যাবে। ফোনটির পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের ভিতরে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, ফোনটি তিন বছরের জন্য সিকিউরিটি প্যাচ আকারে সফ্টওয়্যার সাপোর্ট পাবে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Motorola G14-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এতে ব্যবহার করা হবে ইনিসক টি৬১৬১ প্রসেসর। ফোনটি ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে ১ টিবি পর্যন্ত এক্সটেন্টেড মেমরি সাপোর্ট করবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, Motorola G14-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, G14-এ ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক মাই ইউএক্স (MyUX) কাস্টম স্কিনে রান করবে।