Amazon-এ ব্যাপক বিকোচ্ছে এই Laptop, আপনিও ছাড়ে কিনতে পারেন, আছে দুর্দান্ত সব ফিচার

আপনি রোজদিন যে কাজই করুন না কেন, কাছে একটি ল্যাপটপ (Laptop) সবকিছুই অনেক সহজ এবং স্মার্ট মনে হয়। সেক্ষেত্রে এই ২০২৪ সালের গোড়াতেই আপনার যদি একটি নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকে, কিন্তু বাজারে হরেক রকম বিকল্প উপলব্ধ থাকায় কোন ব্র্যান্ডের ডিভাইস কিনবেন সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনি পাবেন সেরা মডেলের হদিশ! এখানে আমরা যে ল্যাপটপ সম্পর্কে কথা বলব, সেটি হল Tecno Megabook T1 – যা ইন্ডিয়ান মার্কেটে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এমনকি এটি Amazon India-তে সর্বাধিক বিক্রিত (বেস্ট সেলিং) ল্যাপটপ হিসাবে তালিকাভুক্তও রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া এই ল্যাপটপটি মেটাল বডি, দীর্ঘ ব্যাটারি লাইফ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচারের সাথে আসে। আর বর্তমানে Tecno Megabook T1, Amazon-এ বিশাল ছাড়েই মিলছে। তাই আপনি চাইলে এটি কিনতেই পারেন। আসুন, এক নজরে দেখে নিই Tecno Megabook T1 ল্যাপটপের দাম, অফার এবং স্পেসিফিকেশনসমূহ।

Amazon offer: সস্তায় পাওয়া যাচ্ছে Tecno Megabook T1 ল্যাপটপ

টেকনো মেগাবুক টি১ ল্যাপটপটি প্রসেসর এবং র‌্যাম/স্টোরেজ ভেদে তিনটি ভ্যারিয়েন্টে কেনা যায়। এর মধ্যে অ্যামাজনে ইন্টেল কোর আই৭ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজ মডেলটি ৫৯,৯৯৯ টাকার বদলে ৩৪,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইন্টেল কোর আই৫ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ মডেলটি ৪৯,৯৯৯ টাকার পরিবর্তে ২৮,৯৯০ টাকায় কিনতে পারবেন। আবার ইন্টেল কোর আই৩ প্রসেসর, ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ বিশিষ্ট ভ্যারিয়েন্ট মাত্র ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, যার লঞ্চ প্রাইস ৩৯,৯৯৯ টাকা।

Tecno Megabook T1 ল্যাপটপের স্পেসিফিকেশন

Tecno Megabook T1 ল্যাপটপে ১৫.৬-ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১৯২০×১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৩৫০ নিটস। এর ডিসপ্লে প্যানেলে রয়েছে টিইউভি (TUV) রেইনল্যান্ড আই কমফোর্ট সার্টিফিকেশন, এসআরজিবি (sRGB) কালার গামুটের ১০০% কভারেজ এবং অ্যাডাপ্টিভ ডিসি ডিমিং সাপোর্ট। পারফরম্যান্সের জন্য এতে ইন্টেলের ১১ তম প্রজন্মের কোর আই৩ থেকে আই৭ পর্যন্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি এসএসডি স্টোরেজের বিকল্প মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপটিতে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যে কারণে এটি সম্পূর্ণ চার্জে ১৭.৫ ঘন্টা চলবে। আবার সফ্টওয়্যার ফ্রন্টে মিলবে উইন্ডোজ ১১ ওএস।

এছাড়াও কানেক্টিভিটির টেকনো ল্যাপটপে ইউএসবি ৩.০ পোর্ট, ইউএসবি ৩.১ পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, এইচডিএমআই পোর্ট, ৩.৫ মিমি অডিও জ্যাক থেকে শুরু করে ওয়াই-ফাই ৬ প্রযুক্তি এবং টিএফ কার্ড রিডার দেখা যাবে৷ উপরন্তু, এতে ডিটিএস ইমারসিভ সাউন্ডসহ ডুয়াল স্পিকার এবং এআই এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তির সাথে ডুয়াল মাইক্রোফোনও রয়েছে। সাথে আছে ২ মেগাপিক্সেল ওয়েবক্যাম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এটির ওজন মাত্র ১.৪৮ কেজি।