Motorola লঞ্চ করল G53j/G53Y স্মার্টফোন, সস্তায় 50MP ডুয়েল ক্যামেরা, 120hz ডিসপ্লে

মোটোরোলা আজ চুপিসারে জাপানে Motorola Moto G53j স্মার্টফোন লঞ্চ করেছে। একইসাথে ব্র্যান্ডটি Moto G53y নামে আরেকটি মডেল লঞ্চের ঘোষণা করেছে। তবে এই দুই হ্যান্ডসেটের নামের শেষের অক্ষরগুলি (j এবং y) ছাড়া আর কোনও পার্থক্য নেই। মোটোরোলা G53j এর Y! নেটওয়ার্ক ভ্যারিয়েন্ট হল Moto G53y। দুই ফোনেই আইপিএস এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 480 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন তাহলে Motorola Moto G53j/G53y-এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Moto G53j/G53y-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মোটো জি৫৩জে / জি৫৩ওয়াই হল এন্ট্রি-লেভেল ৫জি ফোন, যা এইচডি+ রেজোলিউশন, ২০:৯n অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের সঙ্গে এসেছে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস চিপসেট দ্বারা চালিত। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশন আছে। মোটো জি৫৩জে / জি৫৩ওয়াই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (My UX) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, মোটো জি৫৩জে / জি৫৩ওয়াই-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান। নিরাপত্তার জন্য, মোটো জি৫৩জে / জি৫৩ওয়াই সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটিও অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য, দু’টি ফোনেই ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অডিওর জন্য, ডিভাইসটিতে ডুয়েল স্টেরিও স্পিকার অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, Moto G53 / G53y ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি এবং ইউএসবি-সি পোর্টের মতো কানেক্টিভিটি অপশন অফার করে৷ স্মার্টফোনটা আইপি৫২-রেটেড জল-প্রতিরোধী চ্যাসিসের সাথে এসেছে। পরিশেষে, এই মোটো ফোনের পরিমাপ ১৬২.৭ x ৭৪.৬৬ x ৮.১৯ মিলিমিটার এবং ওজন ১৮৩ গ্রাম।

Moto G53j/G53y-এর দাম এবং লভ্যতা

Moto G53j জাপানে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে, যার দাম রাখা হয়েছে ৩৪,৮০০ ইয়েন (প্রায় ২০,৬০০ টাকা)। এটি ইঙ্ক ব্ল্যাক এবং আর্কটিক সিলভার কালারগুলিতে এসেছে। Moto G53y-এর দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, এটি তিনটি কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল ইঙ্ক ব্ল্যাক, আর্কটিক সিলভার এবং পেল পিঙ্ক। ওয়াই! মোবাইল (Y! Mobile)-এর মাধ্যমে ২৯ জুন থেকে ফোনটির সেল শুরু হবে। তবে মোটোরোলা ভারতের বাজারে এই হ্যান্ডসেটগুলি লঞ্চ করবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু নিশ্চিত করেনি।