Moto G85 Launch Date

Moto G85: লঞ্চের আগেই মোটোরোলার নয়া ফোনের দাম ফাঁস, থাকবে 256GB স্টোরেজ

মোটোরোলা গতবছর সেপ্টেম্বরে বিশ্বের একাধিক বাজারে তাদের G সিরিজের অধীনে Moto G84 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এখন, ব্র্যান্ডটি এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Moto G85 5G। এই ফোনটি এখন ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি, লিস্টিংটি লঞ্চের আগে ফোনটির দামও প্রকাশ করেছে। চলুন এটি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Moto G85 5G-এর মূল্য

ইউরোপীয় রিটেলার সাইটের লিস্টিং অনুযায়ী, মোটো জি৮৫ ৫জি হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম হবে আনুমানিক ৩০০ ইউরো (প্রায় ২৭,০০০ টাকা), যা তার পূর্বসূরি মোটো জি৮৪ ৫জি ফোনের প্রারম্ভিক মূল্যের সাথে মিলে যায়।

মোটোরোলা এখনও আনুষ্ঠানিকভাবে মোটো জি৮৫ ৫জি ফোনের লঞ্চের তারিখটি প্রকাশ করেনি, তবে রিটেইল লিস্টিংয়ে স্মার্টফোনের উপস্থিতি দেখে অনুমান করা হচ্ছে যে, এবছরের দ্বিতীয়ার্ধে ফোনটি বাজারে পা রাখতে পারে৷ আসন্ন মোটো ফোনটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আসুন এর পূর্বসূরি মোটো জি৮৪ ৫জি ফোনের স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক৷

Moto G84 5G: স্পেসিফিকেশন এবং ফিচার

Moto G84 5G ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৩০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা সহ ৬.৫৫ ইঞ্চির ফুলএইচডি+ পোলেড (POLED) ডিসপ্লে সহ এসেছে৷ এটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরে চলে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ স্পেস ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যায়। ফটোগ্রাফির জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto G84 5G হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট টার্বোচার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। ফোনটি ১৪টি ব্যান্ড সহ ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই সহ বিভিন্ন কানেক্টিভিটি বিকল্প সাপোর্ট করে। অডিওর জন্য, Moto G84 5G একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক, ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন অফার করে। এটি আইপি৫৪ (IP54) জল-প্রতিরোধী বিল্ড সহ এসেছে।