Categories: Mobiles

Moto G85: লঞ্চের আগেই মোটোরোলার নয়া ফোনের দাম ফাঁস, থাকবে 256GB স্টোরেজ

মোটোরোলা গতবছর সেপ্টেম্বরে বিশ্বের একাধিক বাজারে তাদের G সিরিজের অধীনে Moto G84 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর এখন, ব্র্যান্ডটি এর উত্তরসূরি মডেলটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম Moto G85 5G। এই ফোনটি এখন ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি, লিস্টিংটি লঞ্চের আগে ফোনটির দামও প্রকাশ করেছে। চলুন এটি দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Moto G85 5G-এর মূল্য

ইউরোপীয় রিটেলার সাইটের লিস্টিং অনুযায়ী, মোটো জি৮৫ ৫জি হ্যান্ডসেটের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম হবে আনুমানিক ৩০০ ইউরো (প্রায় ২৭,০০০ টাকা), যা তার পূর্বসূরি মোটো জি৮৪ ৫জি ফোনের প্রারম্ভিক মূল্যের সাথে মিলে যায়।

মোটোরোলা এখনও আনুষ্ঠানিকভাবে মোটো জি৮৫ ৫জি ফোনের লঞ্চের তারিখটি প্রকাশ করেনি, তবে রিটেইল লিস্টিংয়ে স্মার্টফোনের উপস্থিতি দেখে অনুমান করা হচ্ছে যে, এবছরের দ্বিতীয়ার্ধে ফোনটি বাজারে পা রাখতে পারে৷ আসন্ন মোটো ফোনটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে আসুন এর পূর্বসূরি মোটো জি৮৪ ৫জি ফোনের স্পেসিফিকেশনগুলির ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক৷

Moto G84 5G: স্পেসিফিকেশন এবং ফিচার

Moto G84 5G ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৩০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা সহ ৬.৫৫ ইঞ্চির ফুলএইচডি+ পোলেড (POLED) ডিসপ্লে সহ এসেছে৷ এটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরে চলে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ স্পেস ১ টিবি পর্যন্ত প্রসারিত করা যায়। ফটোগ্রাফির জন্য, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ফ্রন্ট ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Moto G84 5G হ্যান্ডসেটটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩০ ওয়াট টার্বোচার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। ফোনটি ১৪টি ব্যান্ড সহ ৫জি, ডুয়েল ৪জি ভিওএলটিই সহ বিভিন্ন কানেক্টিভিটি বিকল্প সাপোর্ট করে। অডিওর জন্য, Moto G84 5G একটি ৩.৫ মিলিমিটারের জ্যাক, ডলবি অ্যাটমস সহ স্টেরিও স্পিকার এবং ডুয়েল মাইক্রোফোন অফার করে। এটি আইপি৫৪ (IP54) জল-প্রতিরোধী বিল্ড সহ এসেছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

36 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

45 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

56 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago