Motorola Bend: যেমন খুশি বাঁকানো যাবে, বিস্ময়কর ফোন নিয়ে হাজির মোটোরোলা, হাতে ফিট হবে ঘড়ির মতো

একবিংশ শতাব্দী যতোই একটু একটু করে এগোচ্ছে, ততই মানবসমাজে জায়গা করে নিচ্ছে একের পর এক নতুন প্রযুক্তি। বিশেষ করে প্রতিটা বছরে মোবাইল ফোন যেন আধুনিক…

একবিংশ শতাব্দী যতোই একটু একটু করে এগোচ্ছে, ততই মানবসমাজে জায়গা করে নিচ্ছে একের পর এক নতুন প্রযুক্তি। বিশেষ করে প্রতিটা বছরে মোবাইল ফোন যেন আধুনিক থেকে আধুনিকতর হয়ে উঠছে। স্যাটেলাইট কানেক্টিভিটি, ফোল্ডেবল ডিজাইন থেকে শুরু করে ফোনের ট্রানপারেন্সির কনসেপ্ট, AI টুল, অতি-উন্নত মানের ক্যামেরা ইত্যাদির সাক্ষী থাকছে বাজার তথা প্রযুক্তিমহল। আবার, সাম্প্রতিক মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্ট বা MWC 2024-এ টেক কোম্পানিগুলি তাদের যেসব আসন্ন ডিভাইসগুলির এক ঝলক বা টিজার উপস্থাপন করছে, তা দেখে মনে হচ্ছে আগামীদিনে কোনো কল্পবিজ্ঞানের গল্প-সিনেমার মতোই হতে চলেছে মানুষের লাইফস্টাইল! আসলে অন্যতম পুরোনো মোবাইল ব্র্যান্ড Motorola এই ইভেন্টে তাদের এমন একটি আধুনিক ফোনের কথা সামনে এনেছে, যা হাতঘড়ির মতো কব্জিতেও ব্যবহার করা যাবে। এই ফোনের নাম রাখা হয়েছে Motorola Bendable Phone বা Motorola Shape Shifting Phone ।

Bendable Phone বা Shape Shifting Phone আনতে চলেছে Motorola

বর্তমান সময়ে মোটোরোলাকে বাজেট স্মার্টফোন লঞ্চ করে বাজারের আকর্ষণ নিজের দিকে টানার চেষ্টা করতে দেখা গেছে। তবে মোবাইল কংগ্রেস ইভেন্টে সংস্থাটি যে ফোনের ধারণা প্রকাশ করেছে, তা স্মার্টওয়াচের মতো হাতে পরিধান করে ব্যবহার করতে পারবেন ইউজাররা বা যেমন খুশি বাঁকিয়ে ব‌্যবহার করতে পারবেন। তাই এর নাম রাখা হয়েছে মোটোরোলা বেন্ডেবল ফোন বা শেপ শিফটিং ফোন।

কীভাবে আকার বদলাবে Motorola Bendable Phone বা Shape Shifting Phone?

জানা গিয়েছে যে, অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের মতো ভাঁজ করার পরিবর্তে আসন্ন ফোনটিতে অ্যাডাপ্টিভ ডিসপ্লে দেওয়া হবে। এই কারণে ফোনটি বেঁকে অনেক আকার ধারণ করতে, এমনকি ৬.৯-ইঞ্চি স্মার্টওয়াচ হিসাবে কব্জিতে ফিট করার আকার নিতে সক্ষম হবে, এটিই সবচেয়ে অনন্য বিষয়।

Motorola-র নতুন ফোনের স্পেসিফিকেশন কী?

আপাতত এটুকু জানা গিয়েছে যে, মোটোরোলার নতুন স্পেস শিফ্টিং ফোনটি ৬.৯-ইঞ্চি ফুলএইচডি+ পি-ওলেড (pOLED) ডিসপ্লে বহন করবে। এছাড়া কোম্পানি বলেছে, এই ডিভাইসটিতে আকর্ষণীয় এআই ফিচারও থাকবে।