Moto Edge 40 Pro নামে আসছে মোটোরোলার নতুন মডেল, এটাই কি Snapdragon 8 Gen 2 প্রসেসরের প্রথম ফোন

লেনোভো (Lenovo) অধীনস্থ প্রখ্যাত টেক ব্র্যান্ড মোটোরোলা (Motorola) শীঘ্রই বাজারে তাদের লেটেস্ট Edge 40 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ কিন্তু সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই, আপকামিং সিরিজের হাই-এন্ড Motorola Edge 40 Pro মডেলটিকে টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা গেছে, যা এর বাণিজ্যিক নামটি নিশ্চিত করেছে। এছাড়াও, টিডিআরএ তালিকাটি Edge 40 Pro সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ করলো, আসুন জেনে নেওয়া যাক।

Motorola Edge 40 Pro পেল TDRA-এর অনুমোদন

XT2301-4 মডেল নম্বর সহ প্রিমিয়াম রেঞ্জের নতুন মোটোরোলা এজ৪০ প্রো ফোনটি টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন তালিকাটি মূলত হ্যান্ডসেটের অফিসিয়াল নামটি নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটি অঘোষিত মোটো এক্স৪০-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে আসবে, যা শীঘ্রই চীনের বাজারে পা রাখতে চলেছে। সর্বোপরি, টিডিআরএ ডেটাবেস মোটোরোলা এজ৪০ প্রো-এর আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

উল্লেখযোগ্যভাবে, মোটো এক্স৪০ ফোনটি XT2301 মডেল নম্বরটি বহন করে, যা মূলত নির্দেশ করে যে এজ ৪০ প্রো মডেলটি এরই একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে চলছে। টিডিআরএ তালিকা ছাড়াও, স্মার্টফোনটি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি (EEC) ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে। কিন্তু, উভয় সার্টিফিকেশন তালিকাই এজ ৪০ প্রো-এর প্রধান স্পেসিফিকেশন বা ডিজাইন সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেনি। কিন্তু, যেহেতু এটি মোটো এক্স৪০-এর রিব্যাজড সংস্করণ এবং এক্স৪০ সংক্রান্ত একাধিক তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। তাই এজ ৪০ প্রো সম্পর্কে ধারণা পেতে, আপাতত এই তথ্যগুলির ওপর চোখ বোলানো যেতে পারে।

প্রসঙ্গত, Moto X40-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলির ওপর ভিত্তি করে বলা যায়, Motorola Edge 40 Pro হ্যান্ডসেটটি কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ চিপ, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ দ্বারা চালিত হতে পারে। এই চিপটি এলপিডিডিআর৫এক্স র‍্যামের সাথে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, Edge 40 Pro-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের টেলিফটো শ্যুটার অন্তর্ভুক্ত থাকবে। ডিভাইসটি ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর সামনে একটি কার্ভড ওলেড (OLED) প্যানেল থাকবে যা ১৬৫ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে।