Motorola Moto Edge S30 সবচেয়ে সস্তায় Snapdragon 888+ প্রসেসরের সাথে লঞ্চ হল, রয়েছে 108MP ক্যামেরা
বহু প্রতীক্ষার পর গতকাল চীনে লঞ্চ হয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ যুক্ত প্রথম স্মার্টফোন Motorala Moto...বহু প্রতীক্ষার পর গতকাল চীনে লঞ্চ হয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ যুক্ত প্রথম স্মার্টফোন Motorala Moto Edge X30। এরই সাথে মোটোরোলা আরও একটি মিড রেঞ্জ ফোনের উপর থেকে পর্দা সরিয়েছে, যার নাম Motorola Moto Edge S30। এই ফোনের দাম শুরু হয়েছে প্রায় ২৩,৭০০ টাকা থেকে। Motorola Moto Edge S30 ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস, ১২ জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন ফোনটির সমস্ত ভ্যারিয়েন্টের দাম ও স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।
মোটোরোলা মোটো এজ এস৩০- এর দাম ও লভ্যতা
(Motorola Moto Edge S30 Price and Availability)
মোটোরোলা মোটো এজ এস৩০ ফোনটি চীনের বাজারে চারটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই ফোনের বেস মডেলটি এসেছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ, এর দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান (আনুমানিক ২৩,৮০০ টাকা)। এছাড়া ফোনটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও সর্বশেষ ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এদের মূল্য যথাক্রমে - ২,১৯৯ ইউয়ান (আনুমানিক ২৬,২০০ টাকা) , ২,৩৯৯ ইউয়ান (আনুমানিক ২৮,৫০০ টাকা) ও ২,৫৯৯ ইউয়ান (আনুমানিক ৩০,৯০০ টাকা)।
তবে লঞ্চ অফার হিসেবে মোটোরোলা মোটো এজ এস৩০ ফোনটির সবকটি ভ্যারিয়েন্টের ওপর ২০০ ইউয়ান ছাড় দেওয়া হবে। ১২ ডিসেম্বর থেকে এই ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে এবং ২১ ডিসেম্বর থেকে সেল শুরু হবে। ফোনটি অন্য দেশে কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
মোটোরোলা মোটো এজ এস৩০- এর স্পেসিফিকেশন ও ফিচার (Motorola Moto Edge S30 Specifications and Features)
মোটোরোলা মোটো এজ এস৩০ ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি+(১,০৮০× ২,৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ৫৭৬ হার্টজ এবং এটি এইচডিআর ১০প্লাস সার্টিফিকেশন প্রাপ্ত।
ফটোগ্রাফির জন্য এই ফোনের রিয়ার প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ফোনের সামনে দেখা যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Motorola Moto Edge S30 ফোনটি সর্বাধিক ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে এবং ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাই ইউআই ৩.০(My UI 3.0) কাস্টম স্কিনে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস। সাথে আছে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ।
Motorola Moto Edge S30 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাওয়ার বাটনে এম্বেড করা হয়েছে। এছাডাও, এতে পাওয়া যাবে আইপি৫২ স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, এনএফসি, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৮০২.১১ এএক্স ( ২.৪ গিগাহার্টজ/ ৫ গিগাহার্টজ), এমআইএমও সাপোর্ট সহ আরও অনেক সুবিধা। Motorola Moto Edge S30 ফোনের ওজন ২০২ গ্রাম।