Samsung, Oppo-কে টেক্কা দিতে কম্প্যাক্ট ফোল্ডেবল ফোন আনছে Motorola, শীঘ্রই লঞ্চ

মোটোরোলা তাদের ফোল্ডেবল লাইনআপের অধীনে নতুন Motorola Razr (2023) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্মার্টফোনটি বাজারে পা রাখার পর, Samsung Galaxy Z Flip 4 এবং Oppo Find N2 Flip এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে। তবে এখন একটি রিপোর্ট থেকে ফোনটির সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এর নামের পাশে ‘+’ চিহ্নটি থাকবে, যা এই প্রথম কোনও Razr সিরিজের মডেলে দেখা যাবে।

Motorola Razr+ (2023) শীঘ্রই লঞ্চ হতে চলেছে

মাইস্মার্টপ্রাইস জানিয়েছে, মোটোরোলা রেজার (২০২৩)-এর নামে একটি প্লাস (+) যুক্ত হবে, যা কোম্পানির রেজার লাইনআপে আগে কখনও দেখা যায়নি। অর্থাৎ এটি মোটোরোলা রেজার প্লাস (২০২৩) নামে আত্মপ্রকাশ করবে এবং XT2321 মডেল নম্বর বহন করবে বলেও শোনা যাচ্ছে। এবং সূত্র মারফৎ জানা গেছে যে, এটি ৩০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ও এতে ২,৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে।

ডিজাইনের ক্ষেত্রে, ফাঁস হওয়া রেন্ডারগুলি দেখিয়েছে যে মোটোরোলা রেজার (২০২৩) ৩.৭ ইঞ্চির কভার ডিসপ্লের সাথে আসবে, যা ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ-এর ৩.২৬ ইঞ্চির স্ক্রিনের চেয়েও খানিকটা বড়। এটি ডিভাইসটির “প্লাস” ব্র্যান্ডিংকে মান্যতা দিতে পারে, কারণ রেজার প্লাস (২০২৩) তার প্রতিযোগীদের তুলনায় আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে বলে অনুমান করা হচ্ছে।

এছাড়াও, আরেকটি ফাঁস হওয়া রেন্ডার নির্দেশ করেছে যে ফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে, যা ডিসপ্লেতে একটি নচ বা কাটআউটের প্রয়োজনীয়তা দূর করবে। এটি একটি দুর্দান্ত ফিচারও হতে পারে কারণ কভার স্ক্রিনটি রিয়ার ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার জন্য ভিউফাইন্ডার হিসাবে ব্যবহার করার জন্য যথেষ্ট বড়। তবে, Motorola Razr+ (2023)-এ ব্যবহৃত ক্যামেরা লেন্সগুলির বিবরণ এখনও জানা যায়নি। যদিও, সম্প্রতি হ্যান্ডসেটটির একটি লাইভ ফটো ফাঁস হয়েছে, যা এটিকে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ এবং তার পাশে একটি এলইডি ফ্ল্যাশ সহ মেরুন-ব্ল্যাক ডুয়েল কালারে প্রদর্শন করেছে৷

যদিও, এই ফোনের অন্যান্য বিবরণ যেমন প্রসেসর এবং ফোল্ডেবল ডিসপ্লের আকার সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ফাঁস হওয়া বিবরণগুলি ইতিমধ্যেই Razr+ 2023-এর প্রতি মোটোরোলার অনুরাগীদের উৎসাহ কয়েকগুণ বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে বলা যায় যে, মোটোরোলার আসন্ন ফোল্ডেবল ডিভাইসটি স্মার্টফোনের বাজারে একটি আকর্ষণীয় সংযোজন হতে চলেছে।