Moto Razr+ 2023: মোটোরোলার নয়া ফোল্ডিং ফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ফিচার্স কেমন

Published on:

Moto Razr Plus 2023 officially teased

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে, মোটোরোলা (Motorola) তাদের Moto Razr সিরিজের অধীনে একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যার নাম Moto Razr+ 2023। লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ডটি এবার আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসটির আগমনের বিষয়ে টিজ করেছে। যদিও ব্র্যান্ডটি এখনও ফোনটির লঞ্চের নির্দিষ্ট তারিখটি প্রকাশ করেনি, তবে সোশ্যাল মিডিয়ায় মোটোরোলার শেয়ার করা টিজারটি প্রকাশ করেছে যে, Moto Razr+ 2023-এ একটি বড় কভার ডিসপ্লে এবং উচ্চতর রিফ্রেশ রেট থাকবে। এছাড়াও টিজার থেকে জানা গেছে, ভার্টিক্যাল ফোল্ডিং ডিজাইনের সাথে আসবে এটি। আসুন তাহলে এখনও পর্যন্ত আপকামিং Moto Razr+ 2023 সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, জেনে নেওয়া যাক।

সামনে এল Moto Razr+ 2023-এর লঞ্চ টিজার

মোটোরোলা তাদের রেজার সিরিজের একটি নতুন হ্যান্ডসেটের লঞ্চের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি টিজার শেয়ার করেছে। যদিও কোম্পানি দ্বারা প্রকাশিত নতুন টিজারে আসন্ন রেজার ফোনটির নাম স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, তবে আশা করা হচ্ছে ডিভাইসটি মোটো রেজার প্লাস ২০২৩ বা মোটোরোলা রেজার ৪০ আল্ট্রা হিসাবে আত্মপ্রকাশ করতে পারে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ফোনটিতে পূর্বসূরি মোটো রেজার ২০২২-এ থাকা ২.৭ ইঞ্চির চেয়ে বড় আউটার বা কভার ডিসপ্লে দেখা যাবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি ৮ জিবি/ ১২ জিবি পর্যন্ত র‍্যাম অফার করতে পারে। এছাড়াও, মোটো রেজার প্লাস ২০২৩ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউএক্স (My UX) ইউজার ইন্টারফেসে রান করবে। এটিতে ৩,৬৪০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আবার, XT2321-1 মডেল নম্বর সহ মোটো রেজার প্লাস ২০২৩ মডেলটিকে সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। তবে যথারীতি বিআইএস-এর সার্টিফিকেশন তালিকাটি থেকে ফোনটির সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। আগেই উল্লেখ করা হয়েছে যে, এই ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও মোটোরোলা প্রকাশ করেনি। তবে, এখন যেহেতু কোম্পানি হ্যান্ডসেটটি টিজ করা শুরু করেছে, তাই আশা করাই যায় যে এটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে প্রবেশ করবে।

জানিয়ে রাখি, আসন্ন Moto Razr+ 2023 মডেলটি গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া Moto Razr 2022-এর আপগ্রেড ভার্সন হিসেবে আসতে চলেছে। পূর্বসূরি মডেলটি ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করে। সেকেন্ডারি ডিসপ্লটি ২.৭ ইঞ্চির এবং এটি ৫৭৩ x ৮০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই ফোল্ডেবল মোটোরোলা ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

Moto Razr 2022-এ ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Razr 2022-তে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোল্ডেবলে স্টেরিও স্পিকার সেটআপ এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।

সঙ্গে থাকুন ➥