Motorola-র নতুন ফোনের কাছে বাকিরা হবে কুপোকাত, শক্তিধর প্রসেসর, 144hz স্ক্রিন

আসন্ন Motorola ThinkPhone-কে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। একাধিক রিপোর্টের মাধ্যমে ফোনটির প্রত্যাশিত ডিজাইন এবং স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে। এখন আবার এক টিপস্টার আসন্ন হ্যান্ডসেটের প্রোমোশনাল চিত্রগুলি প্রকাশ্যে এনেছেন, যা এটির ডিজাইনটি স্পষ্টভাবে প্রদর্শন করেছে৷ যদিও, ThinkPhone-এর ফাঁস হওয়া ছবিগুলি আগের লিকের মতোই, যা এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং কার্বন-ফাইবার টেক্সচারের উপস্থিতির ইঙ্গিত দেয়। এছাড়াও, টিপস্টার উল্লেখ করেছে যে Motorola ThinkPhone হ্যান্ডসেটটি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফাঁস হল Motorola ThinkPhone-এর প্রোমোশনাল টিজার

টিপস্টার স্নুপিটেক সম্প্রতি টুইটারে মোটোরোলা থিঙ্কফোন-এর কিছু প্রচারমূলক ছবি পোস্ট করেছেন। শেয়ার করা ছবিগুলিতে, নয়া মোটোরোলা হ্যান্ডসেটটিকে লেনোভো থিঙ্কপ্যাড এক্স১ কার্বন ল্যাপটপটির পাশে অবস্থান করতে দেখা গেছে। প্রোমোশোনাল ইমেজ অনুযায়ী, থিঙ্কফোন-এর রিয়ার শেলে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে, যার মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স অবস্থান করবে।

আবার, মোটোরোলা থিঙ্কফোন-এর সামনে সমানাকার সরু বেজেল, ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের শীর্ষ কেন্দ্রে একটি পাঞ্চ-হোল কাটআউট এবং বাম পাশের রেলে একটি রেড ফাংশন বাটন দেখা যেতে পারে। টিপস্টার টুইটে উল্লেখ করেছেন যে, আসন্ন ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। মোটোরোলা থিঙ্কফোন ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি, Motorola ThinkPhone-এর স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে এর আগেও বিভিন্ন সূত্র মারফৎ একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। চলতি মাসের শুরুতে, একটি লিক থেকে জানা গেছে যে, হ্যান্ডসেটটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ পোলেড (POLED) ডিসপ্লের সাথে আসবে। এছাড়াও, Motorola ThinkPhone ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ অফার করবে বলে আশা করা হচ্ছে।

আবার ফটোগ্রাফির জন্য, Motorola ThinkPhone-এর রিয়ার ক্যামেরা মডিউলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ছাড়াও, একটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি লেন্স অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Motorola ThinkPhone ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে, যা ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ফাঁস হওয়া ছবিগুলিও ThinkPhone-এ একটি অ্যারামিড ফাইবার ইনলে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে, যেমনটি সাম্প্রতিক লিকেও দেখা যায়। সম্ভবত ফোনটির পরিমাপ হবে ১৫৮.৭৬ x ৭৪.৩৮ x ৮.২৬ মিলিমিটার। এই নতুন ডিভাইসটির একাধিক রিপোর্ট এবং লিক সামনে আসা সত্ত্বেও, মোটোরোলার তরফে এখনও Motorola ThinkPhone-এর স্পেসিফিকেশন বা আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়নি।

Ananya Sarkar

Recent Posts

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

16 mins ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

40 mins ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

1 hour ago

Samsung এর বর্ষার অফার, Galaxy A15 5G পাওয়া যাচ্ছে লোভনীয় অফারে

20 হাজার টাকার মধ্যে অত্যাধুনিক ফিচারের ফোন খোঁজ করলে দারুণ খবর। স্যামসাংয়ের ওয়েবসাইটে, গ্যালাক্সি এ…

2 hours ago

Shakib Al Hasan: সিরিজ ছেড়ে তৎক্ষণাৎ দেশে ফিরতে হবে শাকিবকে, বাংলাদেশ বোর্ডকে নোটিশ দিল ICC

গতকাল বাংলাদেশে একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসাবে উঠে এসেছে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার শাকিব আল…

2 hours ago

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

3 hours ago