Motorola আনছে নয়া ফোন, 50MP ক্যামেরার সঙ্গে 5000mAh ব্যাটারি আছে, শীঘ্রই লঞ্চ

লেনোভো (Lenovo) অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) কোনও আড়ম্বর ছাড়া প্রায় নিঃশব্দেই বাজারে একটি সম্পূর্ণ নতুন স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সম্প্রতি জানা গেছে৷ অপ্রকাশিত এই ডিভাইসটি এখন চীনের 3C (CCC) কর্তৃপক্ষ এবং টেনা (TENAA) সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে। টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটটি আসন্ন স্মার্টফোনের কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। ডিভাইসটি একই XT2335-3 মডেল নম্বর সহ উভয় ওয়েবসাইটেই উপস্থিত হয়েছে, যা নিশ্চিত করে যে এটি একই মডেল। তবে, ফোনটির বাণিজ্যিক নাম সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি।
Motorola-এর নয়া ফোন পেল একাধিক সার্টিফিকেশন
XT2335-3 মডেল নম্বর সহ একটি নতুন মোটোরোলা স্মার্টফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) এবং টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে, ৩সি-এর তালিকাটি এই ফোনটির সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। এটির মাধ্যমে শুধুমাত্র স্মার্টফোনটির অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। তবে, টেনা তালিকাটি নয়া মোটো ফোনটির সম্পর্কে বেশ কয়েকটি বিবরণ প্রকাশ করেছে। যেমন জানা যাচ্ছে, এতে ৭২০× ১৬০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত হবে। এছাড়া, ডিভাইসটি ৪জিবি, ৬ জিবি, ৮ জিবি এবং ১২ জিবি র্যাম অপশনে আসবে। আর এই নতুন হ্যান্ডসেটে ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এছাড়া, ডিভাইসটির পরিমাপ হবে ১৬২.৭×৭৪.৬×৮.১ মিলিমিটার এবং ওজন ১৮৩ গ্রাম।
এখনও পর্যন্ত, এই নতুন মোটোরোলা হ্যান্ডসেটটি সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে। এর বাইরে, আসন্ন স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। আগামী দিনে, ডিভাইসটির অফিসিয়াল টিজার সামনে আসবে বলে আশা করা হচ্ছে। টেনা সার্টিফিকেশন অনুসারে, এটি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে।