পুজোয় নতুন SUV কিনে পরিবারের সাথে ঘোরার প্ল্যান, এখন বুক করলে সবার আগে এই গাড়িগুলি ডেলিভারি পাবেন

পুজোয় নতুন জামাকাপড়ের সাথে যদি একটি নতুন গাড়িও বাড়িতে আসে, তবে মন্দ হয় না কিন্তু। আর সেই গাড়িটি যদি এসইউভি মডেল হয়, তবে তো সোনায় সোহাগা। কিন্তু পুজোর মরসুমে নতুন গাড়িতে চলার আকাঙ্খা নিবৃত্তির পথে মূল প্রতিবন্ধক হিসেবে দেখা দিতে পারে ‘লং ওয়েটিং পিরিয়ড’। ইদানিং যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটি গাড়ি বুকিং করার পর চাবি হাতে পেতে গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। আর এসইউভি মডেল হলে তো কথাই নেই, চাতকের মতো এক ফোঁটা জল পাওয়ার আশায় বসে থাকতে হচ্ছে গাড়ির মালিকদের। ফলে স্বভাবতই চরম হয়রানির শিকার হচ্ছেন গাড়ির ক্রেতারা। তবে চিন্তা নেই, এদেশের বাজারে এমনও বেশ কিছু সেরা এসইউভি গাড়ি রয়েছে, যেগুলির ওয়েটিং পিরিয়ড তুলনামূলক কম। বলা ভালো, এখন সেটি বুক করে রাখলে সবচেয়ে তাড়াতাড়ি সওয়ার করা যাবে। আজকের এই প্রতিবেদনে তেমনই পাঁচটি এসইউভি গাড়ির খোঁজ রইল।

Renault Kiger

Renault-এর সাব কম্প্যাক্ট এসইউভি মডেল Kiger এই সেগমেন্টে Hyundai Venue বা Tata Nexon-এর মতো ততটা প্রসিদ্ধ নয়। তবে এর ডায়নামিক এক্সটেরিয়ার ডিজাইন এবং স্টাইলিং এর কারণে ক্রেতারা মডেলটির প্রতি আকৃষ্ট হন। বিশেষত তরুণ প্রজন্মের কাছে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। গাড়িটির ওয়েটিং পিরিয়ড বর্তমানে ৪ থেকে ৬ সপ্তাহ। আবার কয়েকটি ডিলারশিপে বুকিং করার ২০ থেকে ২৫ দিনের মধ্যেই Renault Kiger-এর ডেলিভারি পাওয়া যায়।

Tata Nexon

বর্তমানে ভারতের বেস্ট সেলিং এসইউভি গাড়ির মধ্যে অন্যতম Tata Nexon। প্রতিমাসে ১২,০০০-১৫,০০০ ক্রেতা গাড়িটি বাড়ি নিয়ে আসেন। আগস্টে এর বেচাকেনার পরিমাণ ছিল ১৫,০৮৫। তুলনাস্বরূপ আগের বছর আগস্টে গাড়িটি কিনেছিলেন ১০,০০৬ জন গ্রাহক। এখন গাড়িটি অর্ডার করলে ৮-১০ সপ্তাহের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। অন্যান্য মডেলের চাইতে যা নেহাত মন্দ নয়।

Nissan Magnite

এসইউভি গাড়ির বাজারে একটি অন্যতম সেরা মডেলের নাম Nissan Magnite। বাজেট ফ্যামিলি এসইউভি হিসেবে এ দেশে গাড়িটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এর অফিসিয়াল ওয়েটিং পিরিয়ড ১২ সপ্তাহ। কিন্তু বেশ কিছু ডিলার গাড়িটি বুকিং এর কয়েকদিনের মধ্যেই ডেলিভারি দিচ্ছে বলে জানা গেছে।

Maruti Suzuki Brezza

সম্প্রতি ভারতের বাজারে নতুন Brezza হাজির করেছে মারুতি সুজুকি। নয়া মডেলটি বেশকিছু আপডেট পেয়েছে। লঞ্চের পরের মাসেই বিক্রির নিরিখে দেশের সর্বাধিক বিক্রিত এসইউভির তকমা Tata Nexon-এর থেকে ছিনিয়ে নিয়েছে ব্রেজা। আগস্টে গাড়িটি ১৫,১৯৩ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর ওই সময়ের (১২,৯০৬) তুলনায় যা ১৮ শতাংশ অধিক। বর্তমানে Maruti Suzuki Brezza-র অফিসিয়াল ওয়েটিং পিরিয়ড ৪ মাস। তবে VXi ট্রিমের ডেলিভারি ৮-১০ সপ্তাহের মধ্যেই পাওয়া যাচ্ছে।

Hyundai Venue

Hyundai Venue-এর ওয়েটিং পিরিয়ড এর পাওয়ারট্রেন এবং ভ্যারিয়েন্টের উপর নির্ভরশীল। ডিলার সূত্রে খবর, বর্তমানে গাড়িটির ডিজেল ভ্যারিয়েন্টের ওয়েটিং পিরিয়ড ৪-৬ মাস। তবে এর S, S(o) এবং SX ট্রিমের ডেলিভারি সবচেয়ে আগে পাওয়া যাচ্ছে। দু’মাসের মধ্যেই গাড়ির চাবি হাতে পৌঁছবে।