OnePlus 12 ব্যাটারি ও ক্যামেরায় ঠেক্কা দেবে Samsung Galaxy S24 ফোনকে, পিছিয়ে কোন বিষয়ে দেখুন

গত ১৭ই জানুয়ারি টেক জায়ান্ট Samsung ভারত সহ বিশ্ববাজারে Galaxy S24 সিরিজের ঘোষণা করেছিল। এবার পালা OnePlus ব্র্যান্ডের। সংস্থাটি আজ অর্থাৎ ২৩শে জানুয়ারি তাদের ফ্ল্যাগশিপ লাইনআপ OnePlus 12 লঞ্চ করতে চলেছে৷ মনে করা হচ্ছে, ফিচারের নিরিখে সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ OnePlus 12 লঞ্চ-পরবর্তী সময়ে Samsung Galaxy S24 ফোনের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, Samsung ব্র্যান্ডিংয়ের মডেলটির দাম এদেশে ৭৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। OnePlus -এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের আনুষ্ঠানিক বিক্রয় মূল্য এখনো জানা সম্ভব হয়নি। তবে Samsung এর ডিভাইসটি থেকে OnePlus 12 বেশ কিছুটা কম দামে পাওয়া যাবে বলেই আমাদের অনুমান। তবে দামের দিক থেকে OnePlus মডেলটি সাশ্রয়ী হলেও ফিচারের নিরিখেও কি ফোনটা এগিয়ে থাকবে? আসুন OnePlus 12 ও Samsung Galaxy S24 ফোনের ফিচারের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

OnePlus 12 vs Samsung Galaxy S24 : কোন ফ্ল্যাগশিপ ফোন হবে সবথেকে সেরা?

ওয়ানপ্লাস ১২ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোনের মধ্যে কোনটি সেরা হবে, তা শুধুমাত্র দামের উপর নির্ভর করবে না। এক্ষেত্রে কোন ব্র্যান্ডটি তাদের ক্রেতাদের সর্বাধিক ভালো ইউজার এক্সপিরিয়েন্স এবং স্টেবল পারফরম্যান্স অফার করবে সে পাবে বিজয়ী সম্মান।

২৪তম প্রজন্মের গ্যালাক্সি এস-সিরিজ ইতিমধ্যেই লঞ্চ হওয়ায় এর ফিচার সম্পর্কে আমরা অবহিত। স্যামসাং এবার তাদের এই নয়া সিরিজে দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স প্রদানের জন্য একাধিক ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি’ (AI) ফিচার অন্তর্ভুক্ত করেছে। এই বৈশিষ্ট্যটি ওয়ানপ্লাস ১২ মডেলে অনুপস্থিতি থাকবে। যদিও ক্যামেরা বিভাগে এগিয়ে থাকতে পারে ওয়ানপ্লাস। কেননা ব্র্যান্ডটির তাদের আসন্ন হ্যান্ডসেটে সনি (Sony) সংস্থার সাথে হাত মিলয়ে দুর্দান্ত ক্যামেরা সেটআপ অফার করবে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলের সাথে দীর্ঘ সাত বছরের সফ্টওয়্যার আপগ্রেড দেওয়া হবে। অন্যদিকে আপকামিং ওয়ানপ্লাস ১২ ফোন সম্ভবত ৪ থেকে ৫ বছরের জন্য সফ্টওয়্যার আপগ্রেডের সুবিধা পাবে। এক্ষেত্রে পিছিয়ে থাকছে ওয়ানপ্লাস। যদিও বহু ক্রেতা আজকাল ৪-৫ বছরের বেশি একই স্মার্টফোন ব্যবহারে আগ্রহী না থাকায়, অনেকের জন্য এটা বিশেষ সমস্যার কারণ হবে না।

এদিকে, গ্যালাক্সি এস২৪ স্মার্টফোনের তুলনায় সফ্টওয়্যার সাপোর্ট টাইম কম থাকা অথবা AI প্রযুক্তির অনুপস্থিতি, এই সকল খামতি ঢেকে দেবে ওয়ানপ্লাস ১২ -এর অন্যান্য দুর্দান্ত ফিচারগুলি। যেমন, ওয়ানপ্লাস হ্যান্ডসেটের LTPO ডিসপ্লে প্যানেল ৪৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে জানা, যা এর আগে কোন ওয়ানপ্লাস মডেলে দেখা যায়নি। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটি ৫,৪০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড সুপারভুক চার্জিং সাপোর্ট করবে। এই বিভাগে স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলটি পিছিয়ে পড়েছে। কেননা এতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ১৫ ওয়াট ওয়ারলেস চার্জিং সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অতএব, আসন্ন OnePlus 12 এবং Samsung Galaxy S24 উভয়ই একে ওপরকে কড়া টক্কর দিতে চলেছে। তবে একটা বিষয়ে আমরা নিশ্চিত যে, দুটি ফোনই ব্যবহারকারীদের দুর্দান্ত এবং স্মুথ পারফরম্যান্স প্রদান করবে। এবার সেরার মুকুট কার মাথায় উঠবে তা তো ক্রেতারাই ঠিক করবেন।