Categories: Mobiles

10 হাজার টাকার কমে 256GB মেমোরি সহ নতুন ফোন আনছে Realme

আগামীকাল অর্থাৎ 2রা এপ্রিল Realme ভারতের বাজারে Realme 12x 5G নামের একটি নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। যা সম্ভবত 12,000 টাকা মূল্যে এদেশে বিক্রি হবে। তবে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনের পাশাপাশি সংস্থাটি আরেকটি হ্যান্ডসেটের উপরও কাজ করছে, যার দাম থাকবে 10,000 টাকা। আসন্ন এই ডিভাইসের কয়েকটি ফিচার হালফিলে সামনে এসেছে। কিন্তু দাম বা বিশেষত্ব ফাঁস হলেও, ফোনটির নাম নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি।

এই রিপোর্ট অনুসারে, রিয়েলমি লো-বাজেট রেঞ্জ অর্থাৎ 10,000 টাকার মধ্যে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। যার নাম এখনও জানা যায়নি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে, ডিভাইসটিতে 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। আবার এতে 6 জিবি র‍্যাম এবং 256 জিবি বিল্ট-ইন মেমরি পাওয়া যাবে।

দুর্ভাগ্যবশত এই রহস্যময় ফোনটির ফিচার সম্পর্কে আর কিছুই জানা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে, লঞ্চ পরবর্তী সময়ে রিয়েলমি ব্র্যান্ডের এই হ্যান্ডসেট রেডমি (Redmi), পোকো (Poco), আইটেল (itel), টেকনো (Tecno) এবং ইনফিনিক্স (Infinix) সংস্থা দ্বারা লঞ্চ করা এই সেগমেন্টের ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রসঙ্গত আগামী 4ঠা এপ্রিল ভিয়েতনামে Realme C65 নামের একটি নয়া 4G স্মার্টফোন উন্মোচন করা হবে। এটি লো-বাজেট সেগমেন্টের অধীনে আসবে। সম্ভাবনা আছে এই একই ফোন ভারতেও লঞ্চ হবে। অর্থাৎ যে 10,000 টাকার রহস্যময় 4G ফোনের ব্যাপারে এতক্ষন আলোচনা করা হচ্ছিলো তা Realme C65 হতে পারে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, হালফিলে আসন্ন Realme C65 স্মার্টফোনের একাধিক ফিচার অনলাইনে ফাঁস হয়। দাবি করা হয়েছে, ডিভাইসটি 6.67-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে সহ আসবে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। এতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম থাকবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + একটি ফ্লিকার সেন্সর যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হবে।

আবার পাওয়ার ব্যাকআপের জন্য মিলবে 45 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। ডিভাইসটি – সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি 3.5 মিমি অডিও জ্যাক এবং IP54-রেটেড চ্যাসিস অফার করবে বলেও জানা গেছে। এছাড়া Realme C65 স্মার্টফোন 7.64 মিমি পুরু হবে এবং এর ওজন হবে 185 গ্রাম।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

14 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

59 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago