৭ দিনের ব্যাটারি লাইফসহ ভারতে এল Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচ, দাম থাকছে ৫,০০০ টাকার মধ্যে

আজ বুধবার ভারতে আত্মপ্রকাশ করল Noise কোম্পানির নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Icon Buzz (নয়েজ কালারফিট আইকন বাজ)। এই আধুনিক ঘড়িটিতে রয়েছে সাতদিনের ব্যাটারি লাইফসহ SpO2…

আজ বুধবার ভারতে আত্মপ্রকাশ করল Noise কোম্পানির নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Icon Buzz (নয়েজ কালারফিট আইকন বাজ)। এই আধুনিক ঘড়িটিতে রয়েছে সাতদিনের ব্যাটারি লাইফসহ SpO2 মনিটর এবং ২৪ ঘন্টার হার্ট রেট মনিটর। এছাড়া এতে থাকছে ব্লুটুথ কলিং সুবিধা। সবচেয়ে মজার ব্যাপার Noise-এর এই নতুন স্মার্টওয়াচ কিনতেও খুব বেশি খরচা পড়বে। আসুন দেরি না করে এখন Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।

Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে নয়েজ কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। যদিও প্রারম্ভিক অফারে এটি ৩,৪৯৯ টাকায় আজ থেকে ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট ছাড়াও সংস্থার নিজস্ব ই-স্টোরে পাওয়া যাবে। এক্ষেত্রে ক্রেতারা জেট ব্ল্যাক,সিলভার গ্রে এবং অলিভ গোল্ড এই তিনটি কালার অপশনে বেছে নিতে পারবেন ঘড়িটি।

Noise ColorFit Icon Buzz স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নয়েজ কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচটি ১.৬৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০x২৮০ পিক্সেল। এতে রয়েছে ১০০টিরও বেশী কাস্টমাইজেবল এবং ক্লাউড বেসড ওয়াচফেস যা ইউজাররা পছন্দমত বেছে নিতে পারবেন। অন্যদিকে এতে পাওয়া যাবে ব্লুটুথ কলিং সাপোর্ট। এমনকি ভয়েজ কম্যান্ডের মাধ্যমে চালনা করার জন্য ঘড়িটি সিরি এবং গুগল ভয়েজ অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। শুধু তাই নয়, এতে লাউডস্পিকার এবং ইনবিল্ট মাইক থাকার দরুন ব্যবহারকারীরা এই ঘড়িটির মাধ্যমে হাত থেকেই ফোন কল রিসিভ করতে এবং কথা বলতে পারবেন।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচে রয়েছে ২৩০ এমএএইচ ব্যাটারি, যা একক চার্জে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এটি মাত্র দু ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যাবে। উল্লেখ্য, ঘড়িটির পরিমাপ ৪৪.৫x৩৬.৫x১১ মিলিমিটার এবং ওজন ৫০ গ্রাম।

অন্যান্য ফিচারের কথা বললে, ইউজারদের স্বাস্থ্যের খেয়াল রাখতে নতুন ওয়্যারেবলটিতে দেওয়া হয়েছে SpO2 মনিটর, ২৪/৭ হার্ট রেট মনিটর এবং স্লিপ মনিটর। একইভাবে, ঘড়িটিতে রানিং, ওয়াকিং, সাইক্লিং, যোগা ইত্যাদি ৯টি স্পোর্টস মোড উপলব্ধ যেগুলি হল। এখানে বলে রাখি, নতুন নয়েজ কালার ফিট আইকন বাজ স্মার্টওয়াচটি ব্লুটুথ ৫.০ ভার্সন সাপোর্ট করবে। তবে এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর স্মার্টফোনটি নিদেনপক্ষে অ্যান্ড্রয়েড ৪ অথবা আইওএস ৮ অপারেটিং সিস্টেমে চালিত হতে হবে। এছাড়া জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে এটিতে আইপি৬৭ রেটিং মিলবে।