স্যামসাং-অ্যাপল যেন কচ্ছপ, ফোন দ্রুত চার্জ করার দৌড়ে বাকিদের পিছনে ফেলছে Realme

রিয়েলমি এখন পর্যন্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ডিভাইস লঞ্চ করেছে, যার নাম হল Realme GT 3 (চীনে Realme GT Neo 5 নামে…

রিয়েলমি এখন পর্যন্ত স্মার্টফোন ইন্ডাস্ট্রির সবচেয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ডিভাইস লঞ্চ করেছে, যার নাম হল Realme GT 3 (চীনে Realme GT Neo 5 নামে পরিচিত)। এটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করে। তবে কোম্পানিটি চার্জিং বিভাগে আরও উন্নতি করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং আল্ট্রা ফাস্ট চার্জিং সহ আরও ফোন লঞ্চ করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই জানা গেছে যে, আসন্ন Realme GT 5-এ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি সহ ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এখন এক টিপস্টার দাবি করেছেন যে কোম্পানি ১৫০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ আরেকটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

Realme-এর নতুন ফোনে ১৫০ ওয়াট চার্জিং এবং ৫,২০০ এমএএইচ ব্যাটারি

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমি তাদের অভূতপূর্ব ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং + ৫,২০০ এমএএইচ এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং+ ৪,৬০০ এমএএইচ – ব্যাটারি ও চার্জিং সলিউশন সহ স্মার্টফোন মার্কেটের এই সেগমেন্টে নেতৃত্ব দিচ্ছে। সংস্থাটি বর্তমানে একটি নতুন ফোনের ওপর কাজ করছে, যা প্রথম কনফিগারেশনটি অফার করবে, অর্থাৎ ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫,২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন বিশাল ব্যাটারি।

এছাড়াও, টিপস্টার বলেছেন যে ওয়ানপ্লাস (OnePlus) একটি ১৫০ ওয়াট পাওয়ার এবং হাই-কারেন্ট ইউএফসিএস (UFCS) সলিউশন ডেভেলপ করার চেষ্টা করছে, যদিও এর প্রাথমিক মডেলের ব্যাটারিগুলির ক্ষমতা কমের দিকেই রয়েছে। কিন্তু বর্তমানে আল্ট্রা-১০০ ওয়াট ফাস্ট চার্জিং সলিউশনের জন্য ব্যাটারির ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া হচ্ছে, যেখানে দ্বিতীয়-স্তরের ৩০০ ওয়াট চার্জিং প্রযুক্তির বিকাশের অগ্রগতি বর্তমানে ধীর লয়ে চলেছে।

জানিয়ে রাখি, রিয়েলমি চীনে Realme GT Neo 5-এর লঞ্চ দিয়ে তাদের এবছরের যাত্রা শুরু করেছে। এই স্মার্টফোনটিতে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ Realme GT Neo 5-এর আরও একটি ভ্যারিয়েন্টও বাজারে উপলব্ধ। আবার, এই ফোনটিকে কোম্পানি বিশ্ব বাজারে Realme GT 3 হিসাবে রিব্র্যান্ড করেছে।

তবে কোম্পানি এখন আরও উৎকৃষ্ট স্পেসিফিকেশনের সাথে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগেই উল্লেখ করা হয়েছে যে এই ফোনটি Realme GT 5 নামে বাজারে আসবে। এটিতে ২৪ জিবি র‍্যাম এবং বিশাল ১ টিবি স্টোরেজ থাকবে বলে আশা করা যায়। এটিও দুটি ব্যাটারি বিকল্প অফার করবে – একটিতে ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারি মিলবে এবং অন্যটি ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং এবং আরও বড় ৫,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

এছাড়া, ডিভাইসটিতে ৬.৭৪ ইঞ্চির ১.৫কে “আল্ট্রা-ন্যারো” ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং সাপোর্ট করে। সেলফির জন্য, এতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। আর এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে।