মাত্র ৩০ সেকেন্ডে ঘর ঠান্ডা করবে Xiaomi-র এই AC, কাজে আসবে শীতেও; দাম ৩০ হাজার টাকারও কম

প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে চলতি সময়ে রীতিমতো নাজেহাল অবস্থা আমআদমির। মাঝেমধ্যে মেঘ গুরগুর করে ঝমঝমিয়ে খানিকক্ষণ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি থামলেই আবার চরম অস্বস্তিতে ব্যাপকভাবে…

প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে চলতি সময়ে রীতিমতো নাজেহাল অবস্থা আমআদমির। মাঝেমধ্যে মেঘ গুরগুর করে ঝমঝমিয়ে খানিকক্ষণ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি থামলেই আবার চরম অস্বস্তিতে ব্যাপকভাবে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। প্রতিনিয়তই তাপমাত্রার পারদ এমনভাবে চড়চড় করে বাড়ছে যে ঘরে কিংবা বাইরে কোথাওই শান্তিতে একমুহূর্তও টেকা যাচ্ছে না। তাই সারাদিন খাটাখাটুনি কিংবা ট্রেনে-বাসে গাদাগাদি করে যাতায়াত করার পর একটু আরাম পেতে এখন কমবেশি সকলেই এয়ার কন্ডিশনারের (AC) দ্বারস্থ হচ্ছেন, আর এর ফলস্বরূপ মার্কেটে এসির চাহিদাও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা হাওয়ার আমেজ পেতে আপনিও যদি একটি নতুন এসি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর!

আসলে সম্প্রতি শাওমি (Xiaomi) একটি নতুন ফাস্ট কুলিং এসি লঞ্চ করেছে, যার নাম শাওমি জায়েন্ট পাওয়ার সেভিং প্রো ১.৫ এইচপি (Xiaomi Giant Power Saving Pro 1.5HP)। প্রায়শই নিত্যনতুন প্রোডাক্ট লঞ্চ করে নিজেদের পোর্টফোলিওকে সুসমৃদ্ধ করে জনপ্রিয় এই টেক ব্র্যান্ডটি। আর এবার এই প্রচণ্ড গরমে উল্লিখিত নতুন ফাস্ট কুলিং এসি লঞ্চ করে সংস্থাটি ইউজারদেরকে এক দুর্দান্ত উপহার দিল। নতুন লঞ্চ করা এসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচারটি হল, আপনি গ্রীষ্মের পাশাপাশি শীতের মরসুমেও এটিকে ব্যবহার করতে পারবেন! কি, শুনে খুব অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, অবিশ্বাস্য বলে মনে হলেও এমনই এক চমকপ্রদ ফিচারসহ মার্কেটে এসেছে এই এসিটি৷ তাহলে চলুন, শাওমির নতুন এয়ার কন্ডিশনারটির দাম এবং গুরুত্বপূর্ণ ফিচারগুলির সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Xiaomi Giant Power Saving Pro 1.5HP এসির ফিচার

আগেই বলেছি যে, শাওমির এই এসিটি একইসাথে ঘর ঠান্ডা এবং গরম করতে সক্ষম। এয়ার কন্ডিশনারটি মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ঘরকে ঠান্ডা করে, আবার ঘর গরম করার ক্ষেত্রে এসিটি মাত্র ৬০ সেকেন্ড সময় নেয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে, এই এসিটি –৩২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার সাপোর্ট করে। আর সবথেকে বড়ো কথা হল, খুবই কম বিদ্যুৎ খরচে এই ইলেকট্রনিক ডিভাইসটি এরকম চমৎকার সার্ভিস দিতে সক্ষম৷ এই দুর্দান্ত কুলিং এবং হিটিং ফেসিলিটি প্রদান করার জন্য এসিটিতে সেল্ফ-অ্যাডাপটিভ প্রেডিকশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

এছাড়া শাওমির এই লেটেস্ট এসিটির কম্প্রেসর খুবই হাই-স্পিডে কাজ করতে সক্ষম। ফাস্ট কুলিংয়ের জন্য এই এয়ার কন্ডিশনারে রয়েছে ক্রস ফ্লো ফ্যান। তদুপরি, এতে এমআজিয়া এআই ভয়েস কন্ট্রোল (MiJia AI voice control) সাপোর্ট দেওয়া হয়েছে। যারা জানেন না তাদের বলে রাখি যে, এমআজিয়া, আসলে শাওমি ইকোসিস্টেমের একটি ব্র্যান্ড, যাকে শাওমি সাব-ব্র্যান্ডও (Xiaomi sub-brand) বলা হয়ে থাকে। সোজা কথায় বললে, শাওমি এমআজিয়া-র দ্বারা এই এসিটিকে কন্ট্রোল করা যাবে, যার সুবাদে ইউজাররা দুর্দান্ত ব্যবহারিক এক্সপেরিয়েন্স অর্জন করতে সক্ষম হবেন।

Xiaomi Giant Power Saving Pro 1.5HP এসির দাম, উপলভ্যতা

দামের কথা বললে, Xiaomi-র এই নবাগত ফাস্ট কুলিং এসিটি ২৪৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,১২১ টাকা)-এর বিনিময়ে কেনা যাবে। আপাতত এই এসিটি কেবলমাত্র চীনের মার্কেটে উপলব্ধ হলেও খুব শীঘ্রই ভারতেও এটিকে লঞ্চ করা হবে বলে সংস্থার তরফে জানা গিয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে ৩০,০০০ টাকারও কম দামে ইউজারদেরকে এমন একটি দুর্দান্ত ডিভাইস উপহার দিয়ে সংস্থাটি যে আরও বেশ কিছু ভারতীয় গ্রাহকদের মনের মণিকোঠায় পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।